হিট স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী দোলন, এখন কেমন আছেন

হিট স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী দোলন, এখন কেমন আছেন

কলকাতা: গায়ক কেকে’র আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে সকলকে। এখনও কেউ এই ‘শক’ থেকে বেরিয়ে আসতে পারেনি। এরই মধ্যে বাংলা সিনে জগতের অন্যতম পরিচিত মুখ দোলন রায় হাসপাতালে ভর্তি হলেন। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নেট মাধ্যমে নিজেই হাসপাতালের ছবি দিয়েছিলেন দোলন। অনেকে ভেবেছিলেন কোনও শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু পরে জানা যায় তিনি সত্যিই ভর্তি হাসপাতালে।

আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি, কঠগড়ায় বিজেপির ৮ সাংসদ-বিধায়ক, তদন্তে নামল CID

দোলন রায় নিজেই জানিয়েছেন যে, ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়েছে তাঁর। যদিও এতে আশঙ্কার কিছু দেখছেন না অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, সকলের ভালবাসা এবং আশীর্বাদে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল আছেন, ভয়ের তেমন কিছু নেই। এটাই স্বস্তি দিয়েছে তাঁর অনুরাগীদের। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর হাতে স্যালাইনের চ্যানেল, পরনে হাসপাতালের নীল পোশাক দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন বটে। তবে কেন হঠাৎ এমন হল অভিনেত্রীর? চিকিৎসকরা মনে করছেন, এই প্রচণ্ড গরমে আউটডোর শ্যুটিং করার কারণেই তাঁর শরীর খারাপ হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =