নন্দনে এবার ঠাঁই হল ‘এক্স=প্রেম’র, রাজ নয় সৃজিতের কাঠগোড়ায় নন্দন কর্তৃপক্ষ

নন্দনে এবার ঠাঁই হল ‘এক্স=প্রেম’র, রাজ নয় সৃজিতের কাঠগোড়ায় নন্দন কর্তৃপক্ষ

কলকাতা:  এক্স= প্রেম ছবির শো পাওয়া গেল না নন্দনে। অনীক দত্তের অপরাজিত ছবির পর নতুন করে বিতর্ক সৃষ্টি করে  এক্স= প্রেম ছবি নন্দনে শো পেল না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যদিও নিন্দুকরা বলছেন, এই বিষয়কে কেন্দ্র করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অকারণে বিতর্কের সৃষ্টি করছেন। তবে নন্দনে শো নাওয়ার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। 

নন্দনে কিছুদিন আগেই অপরাজিত শো পায়নি। এর জেরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্ক আরও একবার উস্কে দিয়ে শো পেল না এক্স= প্রেম। একই দিনে রাজ চক্রবর্তী ও সৃজিত মুখোপাধ্যায় ছবি মু্ক্তি পেয়েছে। রাজের ছবি নন্দনে মুক্তি পেলেও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি কোনও সরকারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এই নিয়ে জোর বিকর্কের সৃষ্টি হয়েছে। এর নেপথ্যে পরিচালক রাজ চক্রবর্তীর শাসক দলের বিধায়কের পরিচয় কাজ করছে? বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে রাজ চক্রবর্তী একটি সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, হাবজি গাবজি নিয়ে আমি কোনও কথা বলব না। যা বলার ছবি বলবে। প্রথমবার আমার ছবি নন্দনে মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় কী সেটা চাননা। 

যদিও প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সৃজিত মুখোপাধ্যায় বলেন, তিনি যে কখনই এধরনের কিছু চান না, তা রাজ চক্রবর্তী ভালো করেই জানেন। কিন্তু সৃজিত মুখোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর অভিযোগ রাজ চক্রবর্তীর বিরুদ্ধে নয়, নন্দন কর্তৃপক্ষের বিরুদ্ধে।পাশাপাশি তিনি বলেন, এই বিষয়ে তিনি ননদন কর্তৃপক্ষকে সরাসরি প্রশ্ন করেছেন। তবে সেই বিষয়ে নন্দন কর্তৃপক্ষ কোনও উত্তর দিতে পারেনি। তিনি কাঠগোড়ায় গোটা সিস্টেমটাকে তুলে ধরেছেন। 

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের একটি পোস্টকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। এই প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি যা প্রশ্ন করেছিলাম, তার সঠিক উত্তর পাইনি। আমার প্রশ্ন রাজকে নিয়ে ছিল না। আমার প্রশ্ন নন্দন কর্তৃপক্ষকে নিয়ে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। যদি কেউ বলে থাকেন, আমি ইচ্ছাকৃত বিতর্ক সৃষ্টি করছি, তাতে আমি সহমত নই। আমার যদি মনে হয় অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ করবই। সেটা নিয়ে যদি বিতর্ক হয়, হবেই। কিন্তু বিতর্কের ভয়ে আমি চুপ করে মুখ বন্ধ করে বসে থাকতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =