প্রেমের টানে রণবীরের নামে ট্যাটু দীপিকার, ভালোবাসা যন্ত্রণায় মাশুল দিলেন অভিনেত্রী

প্রেমের টানে রণবীরের নামে ট্যাটু দীপিকার, ভালোবাসা যন্ত্রণায় মাশুল দিলেন অভিনেত্রী

মুম্বই:  লোকে বলে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রেম অনেকটা তাসের ঘরের মতো। যে কোনও মুহূর্তে পলকা কোনও হাওয়ায় ভেঙে যেতে পারে। এর প্রমাণ বার বার পাওয়া গিয়েছে। ঠিক তেমনি প্রমাণ পাওয়া গিয়েছে, নিজের সমস্ত আবেগকে জড়িয়ে সম্পর্কে আগলে রাখা। বহু সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। সুখে সংসার করছেন তাঁরা। তবে ভালোবেসে প্রতারিত হওয়ার সংখ্যা নেহাত কম নয়।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। কেরিয়ারের শুরুতেই তিনি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। একবার সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁরা ফের নতুন করে নিজেদের সুযোগ দেন। সেই সময় আবেগে ভেসে রণবীর কাপুরের নামে ট্যাটু তিনি নিজের ঘাড়ে করেন। কিন্তু দুঃখের বিষয় সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। তবে এই ট্যাটু করার কড়া মাশুল দীপিকা পাডুকোনকে চোকাতে হয়েছিল।

কেরিয়ারের একেবারে শুরুতে অভিনেত্রী দীপিকা পাডুকোন রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। জানা যায়, সেই সময় রণবীর কাপুর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। যার জেরে সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে গেলেও রণবীর কাপুর দীপিকা পাডুকোনের মনেই ছিল। তাই দ্বিতীয়বার যখন রণবীর কাপুর দীপিকা পাডুকোনের কাছে ফিরে আসতে চান, তিনি আর দ্বিতীয়বার ভাবেননি। সেই সময় তিনি আবেগে ভেসে যান। হয়তো তিনি মনে মনে রণবীর কাপুর ঘরণী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। আর তাই তো সেই সময় রণবীর কাপুরের নামে ঘাড়ে ট্যাটু করে নেন অভিনেত্রী। আর তারপরেই সম্পর্ক ভেঙে যায়।

শোনা যায়, দ্বিতীয়বার সম্পর্ক ভাঙার নেপথ্যে ছিলেন অভিনেত্রী নিজেই। ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, রণবীর কাপুর তাঁর কাছে শরীরের জন্য ফিরে এসেছিলেন। এটা বোঝার পরেই অভিনেত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। সম্পর্ক থেকে তো বেরিয়ে এলেন, কিন্তু ঘাড়ের কাছে রয়েছে পারমান্যান্ট ট্যাটু। সেটি তিনি কী করবেন। সেই ট্যাটুর জন্য মাসুল বেশ ভালোই দিতে হয়েছিল। তবে পুরনো কথা তিনি মনে রাখতে চাননি। তাই সেই ট্যাটুও তিনি মুছে দেন। তবে এখন তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =