সুশান্ত মৃত্যু মামলা কতদূর এগোলো? তথ্য দিচ্ছে না সিবিআই

মুম্বই: দেখতে দেখতে প্রায় ২ বছর হতে চলেছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। এখনও পর্যন্ত এই মৃত্যু নয়ে রহস্য কাটেনি। সত্যিই কি আত্মহত্যা, নাকি খুন, এই প্রশ্ন এখনও তাঁর ভক্তদের মনে। সুশান্তের মৃত্যুর দু'মাস পর তদন্তভার হাতে নিয়েছিল সিবিআই, কিন্তু এখনও পর্যন্ত এই মামলা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তদন্ত কতদূর এগিয়েছে এই মামলায় তার তথ্যই দিচ্ছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন- তিনি নাকি প্রভাসের হবু স্ত্রী! মাদকপার্টি থেকে আটক হয়ে ফের চর্চায় চিরঞ্জীবীর ভাইঝি
জানা গিয়েছে, তথ্য জানার অধিকার আইনের আওতায় সুশান্তের মৃত্যু মামলা নিয়ে একটি আবেদন জমা পড়েছিল সিবিআইয়ের কাছে। কিন্তু সিবিআই এই নিয়ে কোনও তথ্য দিতে চায়নি। তাদের তরফ থেকে জানান হয়েছে যে, মামলার তদন্ত আপতত জারি রয়েছে। তাই এই মামলা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনলে সেটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। সেই জন্যই তারা এই মুহূর্তে কোনও রকম কেস সংক্রান্ত তথ্য বাইরে আসতে দেবে না। এই প্রেক্ষিতেই আরটিআই আবেদন প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
২০২০ সালের ১৪ই জুন মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। এই ঘটনায় প্রায় সঙ্গে সঙ্গেই মুম্বই পুলিশ ঘোষণা করে দেয় যে এটি আত্মহত্যা। কিন্তু তাঁর ভক্তদের প্রথম থেকেই দাবি যে হয় তাঁকে খুন করা হয়েছে, নাহয় তাঁকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। এই ইস্যুতে উত্তাল হয় দেশ। তাঁর প্রেমিক রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আক্রমণ শুরু হতে থাকে। সুশান্তের ভক্তরা তাঁকেই দোষী বলে চিহ্নিত করে দেয়। এই ঘটনার পাশাপাশি আবার মাদক কাণ্ড মাথাচাড়া দিয়ে ওঠে। তাতে জেলেও থাকতে হয়েছে রিয়াকে।