সুন্দরী হওয়ার কারণেই চরম বিপাকে এই মডেল! জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা

সুন্দরী হওয়ার কারণেই চরম বিপাকে এই মডেল! জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা

লন্ডন: সুন্দর মুখশ্রী আর ছিপছিপে চেহারা। একজন মডেল হওয়ার জন্য এর থেকে বেশি আর কী প্রয়োজন হতে পারে! কিন্তু সেই সুন্দরই অনেক সময় জীবনযুদ্ধ লড়াইয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সেই সুন্দর চেহারা কারণেই লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে ওঠে। বৈষ্যমের শিকার হতে হয়। এমনটাই মন্তব্য করেছেন লন্ডন ভিত্তিক ব্রাজিলের মডেল জুজু। 

ইনস্টাগ্রামে জুজুর ৬২,৪০০ জন ফলোয়ার রয়েছে। তিনি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু তিনি অভিযোগ করেছেন, তাঁর সুন্দর রূপশ্রী অনেক সময় তাঁর পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করতে শুরু করেছিলেন, যোগ্যতার কারণে তিনি সাফল্য পাননি। সুন্দরী হওয়ার কারণে তাঁর জীবনে সফলতা এসেছে। 

তিনি বলেন, সুন্দর হওয়ার জন্য তাঁকে উচ্চ মূল্য দিতে হয়। তিনি মন্তব্য করেন, টিভিতে কাজ করা তাঁর স্বপ্ন ছিল। কিন্তু বেশিরভাগ ব্রাজিলিয়ান টেলিভিশনে কাজ করা পছন্দ করতেন না। তাঁরা মডেলদের রিয়ালিটি শোতে অংশগ্রহণের বিষয়টি একেবারেই মেনে নিতে পারতেন না। তিনি জানিয়েছেন, সুন্দর চেহারার  জন্য তাঁকে এক সময় খুব উত্যক্ত করা হয়েছে। তিনি একাধিকবার বৈষম্যর শিকার হয়েছেন। তিনি বলেন, তথাকথিত সমাজে হট হওয়ার কারণে অনেক প্রতিবন্ধকতা এসেছে। অনেকেই মনে করেন, সুন্দরী হলে অনেক কিছু সহজে পাওয়া যায়। তাঁদের ভ্রান্ত ধারণা দূর করতেই তিনি নিজের গল্প প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন।

এই প্রথম কোনও মডেল তাঁর চেহারা নিয়ে প্রতিবন্ধকতা জানালেন। এর আগে ভেরোনিকা রাজেক নামের এক মডেল তাঁর ইনস্টা্গ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এত সুন্দর বলে কেউ বিশ্বাস করতেন না তাঁকে। এমনকি তাঁকে প্লাস্টিক সার্জারি করার হুমকিও দেওয়া হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিজেকে ভিন গ্রহের জীব মনে হয়। আমার অস্তিত্ব কেউ স্বীকার করতে চায় না।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =