বুকের দুধে ভিজে উঠেছিল অন্তর্বাস, বিমানের বাথরুমেই উদ্দাম সঙ্গম, সিক্রেট ফাঁস আয়ুষ্মান পত্নী তাহিরার

বুকের দুধে ভিজে উঠেছিল অন্তর্বাস, বিমানের বাথরুমেই উদ্দাম সঙ্গম, সিক্রেট ফাঁস আয়ুষ্মান পত্নী তাহিরার

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা৷ খুব অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি৷ অভিনয় তো বটেই, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের উৎসাহের অন্ত নেই৷ স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে তাঁর রোম্যান্সে মশগুল  অনুরাগীরাও৷ সম্প্রতি শিল্পার ফিটনেস শো-তে এসেছিলে তাহিরা৷ আর সেখানেই তাঁদের যৌন জীবন নিয়ে বোমা ফাটান আয়ুষ্মান ঘরণী৷ শুধু তাই নয়, ‘সেভেন সাইনস অফ বিইং আ মাদার’ বইতেও নিজেদের হানিমুনের গোপন কথা ফাঁস করেছেন তাহিরা৷

অভিনয় দক্ষতাতেই বলিউড প্রেমীদের চোখের মণি হয়ে উঠেছেন আয়ুষ্মান খুরানা৷ খুব অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন৷ তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও৷ এখনও পর্যন্ত কোনও বিতর্ক ছুঁতে পারেনি তাঁকে৷ স্ত্রী ও দুই সন্তান বিরাজবীর এবং বারুষ্কাকে নিয়ে সুখী দাম্পত্য তাঁর৷ তাহিরা ক্যান্সার আক্রান্ত হওয়ার সময় আয়ুষ্মান যে ভাবে তাঁর পাশে ছিলেন তা সকলেরই জানা৷ তাঁদের লাভ স্টোরি কিন্তু বেশ ইন্টারেস্টিং৷ বিতর্কে না থেকেও ভালোবাসা দিয়েই তাঁরা থাকেন শিরোনামে৷

অয়ুষ্মানের সঙ্গে যৌন জীবন নিয়ে খুবই খোলামেলা তাহিরা৷ তাঁর বইতেই লিখেছেন যৌন জীবনের কথা৷ শিল্পার শোতে যে ভাবে সেক্স নিয়ে কথা বলেছিলেন তাহিরা, তার প্রশংসা করেন শিল্পাও৷ তাহিরার কথায়, সেক্স শুধু ভালো নয়, দুর্দান্ত৷ তিনি মনে করেন সঙ্গম একটি দারুণ এক্সারসাইজ৷ উদ্দাম সেক্সে অনেক বেশ ক্যালরি খরচ হয়৷

‘সেভেন সাইনস অফ বিইং আ মাদার’-বইতে হানিমুন ডায়েরি নিয়েও বোমা ফাটিয়েছিলেন তাহিরা। তিনি জানিয়েছিলেন, তিনমাসের ছেলেকে বাড়িতে রেখেই হানিমুনে গিয়েছিলেন তাঁরা। সেই সময় বুকের দুধে বারবার তাঁর অন্তর্বাস ভিজে যাচ্ছিল৷ বারবার পাম্প করে দুধ ফেলতে হয়েছিল তাঁকে৷ শুধু তাই নয়, একবার আয়ুষ্মান তাঁর বুকের দুধও খেয়েছিলেন৷

তাহিরা আরও লিখেছিলেন, হানিমুন সেরে ফেরার সময় ফ্লাইটে সিটে বেল্ট বাঁধার সময় তাঁদের আঙুল একে অপরকে ছুঁতেই যেন সারা শরীরে শিহরণ জাগে। বিমান টেক অফের পর সিট বেল্টের সাইন বন্ধ হতেই একে একে বিমানের বাথরুমে গিয়ে উদ্দাম সঙ্গম করেন। হানিমুনেও মন ভরেনি তাঁদের। বিমানে ফেরার সময় বাথরুমেও সেক্স করেন৷ তাঁর এই গল্পে শোরগোল পড়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − four =