মাদককাণ্ডে যুক্ত নয় আরিয়ান! বলে দিল এনসিবি

মাদককাণ্ডে যুক্ত নয় আরিয়ান! বলে দিল এনসিবি

মুম্বই: মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখ পুত্র আরিয়ান খান। এমনটাই জানিয়ে দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির তরহে এই মামলায় যে সিট গঠিত হয়েছিল তারাই এই তথ্য দিয়েছে। অর্থাৎ, আরিয়ানের বিরুদ্ধে যে অভিযোগে এতদিন তদন্ত হচ্ছিল বা মামলা চলছিল তাতে সে জড়িতই নয় তা কার্যত প্রমাণিত হল। এতে কলঙ্ক মুছতে চলেছে বলিউড বাদশারও।

আরও পড়ুন: উত্তরবঙ্গ দাপানো শুরু ঘাসফুলের, দখলে মেখলিগঞ্জ-হলদিবাড়ি

এনসিবি প্রথমে দাবি করেছিল যে, মাদক চক্রের সঙ্গে যুক্ত শাহরুখ খানের পুত্র। কিন্তু এখন স্পষ্ট করে বলা হচ্ছে যে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। এমনকি তাঁর বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া হয়েছে তাতেও গলদ আছে! এতে কার্যত স্পষ্ট যে আরিয়ানের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে তদন্ত করা হয়েছিল এনসিবির তরফে। কিন্তু এখন জানিয়ে দেওয়া হচ্ছে যে, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও মাদক নিতেন না! এদিকে যে অভিযান চালানো হয়েছিল এনসিবির তরফে তারও কোনও ভিডিয়ো রেকর্ডিং নেই। এর অর্থ, আরিয়ানের কাছে মাদক মিলেছে এমন কোনও তথ্যই নেই তাদের কাছে। কেন তাঁর মোবাইল ফোন নেওয়া হয়েছিল এটাও কেউ জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =