বিদিশার সঙ্গে আদৌ শারীরিক সম্পর্ক হয়েছিল? পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন অনুভব

বিদিশার সঙ্গে আদৌ শারীরিক সম্পর্ক হয়েছিল? পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন অনুভব

কলকাতা: উঠতি মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে। এই বিষয়ে তদন্ত করতে বিদিশার পুরুষসঙ্গী অনুভব বেরাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ব্যারাকপুর কমিশনের ডিসি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

বিদিশা দে মজুমদারের পুরুষ সঙ্গী অনুভব বেরা পেশায় জিম ইনস্ট্রাকচার। মূলত পুলিশ তাঁদের কতদিনের পরিচয়, মেলামেশা রয়েছে কি না জানতে চাইবে। পাশাপাশি বিদিশার এক বান্ধবী অনুভবের সঙ্গে মডেলের শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিল। সেই বিষয়েও অনুভবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তদন্তকারী পুলিশ আধিকারীকেরা বিদিশার মোবাইল ঘেঁটে জানতে পারেন, তিনি ভোর চারটে অবধি কারও সঙ্গে কথা বলেছিলেন। তবে তিনি কার সঙ্গে কথা বলেছিলেন, পুলিশ এখনও সেই বিষয়ে জানতে পারেনি।

আগের দিন রাতের বিদিশা তাঁর বান্ধবী দিয়ার সঙ্গে কথা বলেছিলেন। দিয়া সাংবাদিকদের সামনে সেই কথা স্বীকার করেছেন। ইতিমধ্যে তিনি সেই চ্যাটের স্ক্রিনশট তদন্তকারী আধিকারিকদের দিয়েছেন বলে দাবি করেছেন। সেখানে দিয়াকে বিদিশা লেখেন, ওকে ছাড়া আমি বাঁচতে পারব না। বাবা-মায়ের থেকে আমি ওকে বেশি ভালোবেসে ফেলেছি। পুলিশ মনে করছেন, ত্রিকোন প্রেমের সম্পর্ক থেকে বিদিশা আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে বিদিশা লিখেছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। যদিও বিদিশার বান্ধবীরা জানিয়েছেন, তিনি মোটেও ক্যানসারে আক্রান্ত ছিলেন না। সেক্ষেত্রে কোনও সুইসাইড নোটে মিথ্যা কথা লিখলেন বিদিশা, সেই নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বিদিশার বান্ধবীরা আত্মহত্যার জন্য বার বার তাঁর পুরুষ সঙ্গী অনুভবকে দায়ী করছেন। তাঁরা অভিযোগ করেছেন, অনুভবের একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক বিদিশা মেনে নিতে পারেনি। সেই কারণে আত্মহত্যা করেছিল। জানা গিয়েছে, মেদিনীপুর শহরে দুটো জিমে অনুভবের যাতায়াত রয়েছে। তবে সেই জিমের মালিক কি না, তা পুলিশ এখনও জানতে পারেনি।

মাস দুয়েক আগেই নৈহাটির বাড়ি থেকে নাগেরবাজারের রামগড়ে ভাড়া আসেন বিদিশা। তিনি মডেলিং ও অভিনয় জগতে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বিদিশা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুভব জানান, সম্প্রতি বেশ কয়েকটা অডিশনে গিয়েছিলেন বিদিশা। কিন্তু সেখান থেকে রিজেক্ট হওয়ার পর থেকে তিনি অবসাদে ভুগছিলেন। অনুভব আরও দাবি করেন, ফেব্রুয়ারি মাসে তাঁদের পরিচয় হয়। পরিচয়ের সময় থেকেই অনুভব বুঝতে পারেন বিদিশা অবসাদে রয়েছে। সেই সময় বিদিশা জানিয়েছিলেন, অনুভবের সঙ্গে পরিচয়ের আগে তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, অনুভব তা জানেন না বলেই দাবি করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =