মদের বোতল দিয়ে যৌন নির্যাতন, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাম্বার হার্ড

মদের বোতল দিয়ে যৌন নির্যাতন, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাম্বার হার্ড

লস অ্যাঞ্জেলস: জনি ডেপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অ্য়াম্বার হার্ড।  সেই নির্যাতনের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাম্বাক হার্ড। ২০১৫ সালে একটি সিনেমার জন্য জেনি ডেপ অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানেই যে বাড়িতে ছিলেন, সেখানেই অ্যাম্বার হার্ডকে মদের বোতল দিয়ে যৌন নির্যাতন করেন জনি ডেপ বলে অভিযোগ। 

২০১৫ সালে মার্চে অস্ট্রেলিয়ায় পাইরেটস অফ ক্যারেবিয়ান সিজন পাঁচের সময় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।  অ্যাম্বার হার্ড বলেন, ‘সেই ভয়ঙ্কর সময়ের কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি ভয়ে আঁতকে উঠি। আমাকে এত অত্যাচার করা হয়েছিল, নিজের মূত্রের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আমার মূত্রাশয় দিয়ে রক্ত পড়তে শুরু করেছিল। সারা ঘরে শুধু রক্ত আর রক্ত ছিল। আমি খানিকক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম।’ 

ডেপের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডেপের আইনজীবীরা জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা কথা।  অন্যদিকে, অ্যাম্বার হার্ড বলেন, ‘জনি ডেপ আমার ঘাড় ধরে চেপে ধরে। আমাকে জোরে জোরে মারতে থাকে। আমার মাথায় জনি ডেপ আঘাত করে। রান্নাঘরের পাশের দেওয়ালে ফ্রিজ ছিল। সেই ফ্রিজে ধাক্কা লাগে।  জনি ডেপ আমাকে এত জোড়ে ধাক্কা দেয় যে আমি মাটিতে পড়ে যায়। আমার মুখে, ঘাড়ে বোতল দিয়ে আঘাত করে। চিকিৎসকরা মুখ ও ঘাড়ের বিভিন্ন অংশ থেকে কাঁচ বের করেন।’ 

তিনি অভিযোগ করেন, আমি সেদিনে কাঁচা মাংস এনে রেখেছিলাম। জনি ডেপ আমার নাইট গ্রাউন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। মাংসগুলো টুকরো টুকরো করে আমার ছেঁড়া নাইট গ্রাউনের সাথে মুড়ে সারা ঘরে ফেলে রেখেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =