বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! কাপুর পরিবারে আসছে নতুন সদস্য

বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! কাপুর পরিবারে আসছে নতুন সদস্য

মুম্বই: বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া! সপ্তাহের শুরুতেই এই সুখবর দিলেন কপূর ঘরণী। রণবীর ও আলিয়ার পরিবারে আস্তে চলেছে নতুন সদস্য। সোমবার সকালে একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেই সন্তানের আগমন বার্তা দিয়েছেন আলিয়া। এদিন তিনি শেয়ার করেছেন ডাক্তারখানায় তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি। ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে ‘গঙ্গুবাঈ’। ফ্রেমে রয়েছেন রণবীরও। তাঁর উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই সে আসছে।’

সোমবার সকালে ইনস্টাগ্রামে দু’টি ছবি শেয়ার করেন আলিয়া। একটিতে দেখা গিয়েছে, কোনও বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের বেডে শুয়ে রয়েছেন আলিয়া। আলট্রা সোনোগ্রাফি করাতেই যে গিয়েছেন বলি অভিনেত্রী, তা স্পষ্ট। কারণ, বেডের সামনেই রাখা একটি স্ক্রিন। যার উপরে একটি লাল হৃদয়ের ইমোজি। দ্বিতীয় ছবিটিতে একটি সুখী পরিবারের ইঙ্গিত। সেই ছবিটিতে দেখা গিয়েছে, সিংহের গালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহী। আর বাবা-মার দিকে তাকিয়ে রয়েছে খুদে ছানা। তবে ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আমাদের সন্তান…. শীঘ্রই আসছে।’

উল্লেখ্য প্রথমে দীপিকা পরে ক্যাটরিনা একের পর এক বলিউডের সুন্দরী একসময় রণবীরের ঘরণী হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু শেষমেশ আলিয়ার সঙ্গেই নিজের জীবন বেছে নিয়েছেন ঋষি পুত্র। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনও অস্বীকার করেননি আলিয়া ও রণবীর। আর কে জুনিয়রের নাম শুনেই কখনও লাজে রাঙা হয়েছেন আলিয়া, কখনও আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচে উঠেছেন রণবীর। গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই দুই বলিউড তারকা। সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন দু’জনে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’।

অন্যদিকে বিয়ের দুদিন পরেই কাজে ফিরেন রনবীর-আলিয়া দুজনেই। এমনকি রণবীরকে কত কাজ করবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখন আমার অনেক কাজ করতে হবে, ফ্যামিলি বড় করার জন্যে কাজ করতে হবে অনেক। আগে নিজের জন্যে কাজ করতাম কিন্তু এখন ফ্যামিলির জন্যে কাজ করতে হবে অনেক।’ বিয়ের পরবর্তী জীবন সম্পর্কে, রণবীর আরও বলেন, ‘আমি চলচ্চিত্রে বলতাম যে ‘বিয়ে তো ডাল চাওয়ালের মতো’, তুমি মরে না যাওয়া পর্যন্ত, জীবনে কিছুটা টাংড়ি কাবাব, হাক্কা নুডলস খান।’ কিন্তু এখন বলবো, ‘ডাল চাওয়ালের থেকে সেরা কিছু নেই। আলিয়া আমার ডাল চাওয়ালের তড়কা, আচার, পিয়াজ, সব কিছু। আমি এর চেয়ে ভালো সঙ্গী চাইলেও পেতাম না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =