শারীরিক অবস্থার সামান্য উন্নতি, ঐন্দ্রিলাকে নিয়ে আশার আলো

শারীরিক অবস্থার সামান্য উন্নতি, ঐন্দ্রিলাকে নিয়ে আশার আলো

কলকাতা: চিকিৎসায় মিলছে না সাড়া৷ চোখ খুলছেন না ঐন্দ্রিলা। সারা শরীর পুরো অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। বৃহস্পতিবার এমনটা জানা গিয়েছিল। কিন্তু শুক্রবার রাতে তার সামান্য পরিবর্তন ঘটল। আশার আলো দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার আগের থেকে সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন- ঐন্দ্রিলার পাশে সারক্ষণ বসে সব্যসাচী, কী ভাবে হাসপাতালে দিন কাটছে তাঁর?

আগে খবর মিলেছিল, শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা এসে দেখে গিয়েছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অবস্থার আরও অবনতি হয় ঐন্দ্রিলার। কিন্তু আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে একটু স্বস্তির বাতাস মিলেছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের শরীরে এর গড় মাত্রা থাকার কথা ১৫-এর মধ্যে অন্তত ১৪। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শরীরে সেই মাত্রা  অনেকটাই কম। ১৫–র মধ্যে মাত্র ৩। গ্লাসগো কোমা স্কেল কী? এর সাহায্যে চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে কোনও রোগীর মান নির্ধারিত হয়। ঐন্দ্রিলার সেই রিপোর্টও একেবারেই ভাল নয়।

এদিকে দু’দিন আগেই অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অল্প সময়ের মধ্যেই জানা যায় যে সেটি ভুয়ো। ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী থেকে শুরু করে টলিউডের অধিকাংশরা সোচ্চার হতে শুরু করেন। সব্যসাচী পালটা ফেসবুকে জানান, ‘আরেকটু থাকতে দাও ওকে..’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =

শরীরে ফের নতুন করে সংক্রমণ, এখনও সম্পূর্ণ বিপদ মুক্ত নন ঐন্দ্রিলা

শরীরে ফের নতুন করে সংক্রমণ, এখনও সম্পূর্ণ বিপদ মুক্ত নন ঐন্দ্রিলা

 কলকাতা:  লড়াই আর লড়াই৷ এক সপ্তাহ পরেও চলছে ঐন্দ্রিলার ফাইট৷ এরই মধ্যে সোমবার সন্ধ্যায় কিছুটা আশার কথা শুনিয়েছিলেন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চক্রবর্তী৷ কিন্তু, বিপদ কেটেও যেন কাটছে না৷ অভিনেত্রীর শরীরে নতুন করে সংক্রমণ বাসা বেঁধেছে৷ তেমনটাই হাসপাতাল সূত্রে খবর৷ আপাতত ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে৷ 

 

 

 

আরও পড়ুন- মেয়েকে প্রথমবার কোলে নিয়েই আবেগতাড়িত ‘পাপা’ রণবীর, বাধ মানল না চোখের জল

 

সোমবার ফেসবুক পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, “সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।” পুরোপুরি জ্ঞান না ফিরলেও আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক শ্বাসক্রিয়া৷ রক্তচাপও স্বাভাবিক৷ চিকিৎসকরা ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তবে ভালো মন্দ কখন কী হয়, সেই নিশ্চয়তা কেউ দিতে পারেননা৷ তবে একটাই আশা ঐন্দ্রিলার বয়স অনেকটাই কম৷ 

প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী৷ শরীরের একটা দিক পুরো অসার হয়ে যায়৷ বাম হাত সামান্য নড়ছিল তাঁর৷ সকলের এখন একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক তিনি৷