Aajbikel

মধুমিতা এবার দক্ষিণী সিনেমায়! নতুন ভাষা শিখতে জোর ব্যস্ত অভিনেত্রী

 | 
মধুমিতা এবার দক্ষিণী সিনেমায়! নতুন ভাষা শিখতে জোর ব্যস্ত অভিনেত্রী

কলকাতা:  বর্তমানে বেজায় ব্যস্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। হাতে একের পর এক কাজ। তারমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলেছেন। আর সেই কারণেই তিনি নাকি বাধ্য ছাত্রী হয়ে নতুন ভাষা শিখছেন। টলিউডে মধুমিতা ঘনিষ্ট সূত্রের খবর, খুব শীঘ্রই দক্ষিণের সিনেমায় অভিনয় শুরু করবেন মধুমিতা। ইতিমধ্যে কথা প্রায় পাকা। তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা।

একেবারে নতুন ইন্ডাস্ট্রি, ভাষাও একদম নতুন। কিন্তু সংলাপে তা বোঝা গেলে হবে না। তাই তো তিনি কাজের ফাঁকে ফাঁকে নতুন ভাষা শেখার ওপর জোর দিয়েছেন। জোর কদমে চলছে তাঁর নতুন ভাষা শেখা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে সিনেমার কিছুটা অংশের শুটিং হয়েছে। সিনেমার বাকি শুটিং করতে খুব শীঘ্রই দক্ষিণ ভারতে উড়ে যাবেন তিনি। ঠিক যে সময় ভারত কাঁপিয়ে দক্ষিণী সিনেমা পুষ্পা, আরআরআর সিনেমা দাপিয়ে ব্যবসা করছে, তখন মধুমিতার দক্ষিণী সিনেমাতে অভিনয়ের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এই বিষয়ে অভিনেত্রী এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি।

মধুমিতাকে শেষবার ‘উত্তরণ’ সিরিজে দেখতে পাওয়া গিয়েছে। সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাসকে ভিত্তি করে এই সিরিজ তৈরি হয়েছিল। দর্শক মহলে সিরিজটির পাশাপাশি মধুমিতার অভিনয় যথেষ্ট নজর কেড়েছিল। বর্তমানে তাঁর হাতে রয়েছে ‘কুলের আচার’। সেখানে দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার। ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে।

২০১১ সালে ‘সবিনয়ে নিবেদন’ নামের সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি মধুমিতা সরকারের। তার পর থেকে একের পর এক সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি নামের একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। এখন তিনি পাখি নামে পরিচিত। এরপর তিনি ‘কুসুমদোলা’ নামের একটি সিরিয়ালে ইমন নামের চরিত্রে অভিনয় করেন। এক দশকের বেশি সময় তিনি কাজ করছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। মধুমিতার কেরিয়ারের ঝুলিতে তিনটি সিনেমা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি তিনি বিদেশে পড়াশোনা করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু বাধ সেধেছিল করোনা  মহামারী। তবে বিদেশে পড়ার ইচ্ছাটা এখনও শিকেয় তুলে অভিনয়ের ওপরই জোর দিচ্ছেন মধুমিতা। ইন্ডাস্ট্রিতে সবাই বলে, তিনি যাতে হাত দেন, তাই সোনা হয়ে যায়। সেই সাফল্যকেই মূলধন করে দক্ষিণ ভারতে পাড়ি জমাতে চাইছেন মধুমিতা? কেরিয়ারের নতুন অধ্যায়টা আপাতত অভিনেত্রী গোপন রাখতে চাইছেন। কিন্তু গোপন রাখতে চাইলেই কি আর সব কথা গোপন থাকে?  টলিউডের জোর গুঞ্জন তিনি থামাবেন কী করে।

Around The Web

Trending News

You May like