আন্তর্জাতিক মাতৃ দিবসে স্বস্তিকার আবেগভরা চিঠি, চোখ ভিজল নেটিজেনদের

আন্তর্জাতিক মাতৃ দিবসে স্বস্তিকার আবেগভরা চিঠি, চোখ ভিজল নেটিজেনদের

কলকাতা: আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস। এই দিনে মায়েদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ মায়েদের কষ্টের কথা লিখেছেন। কেউ আবার লিখেছেন মায়ের সঙ্গে খুনসুটির কথা। কেউ আবার তারাদের দেশে চলে যাওয়া মায়ের স্মৃতি রোমন্থন করছেন। আজকের দিনে একদম অন্যপথে হেঁটেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি নিজের মা বা মেয়ের কারও ছবি সোশ্যাল মিডিয়ায় দেননি। তিনি পৃথিবীর সমস্ত মাকে শুভেচ্ছা জানিয়েছেন, যাঁরা নিখুঁত শরীর, স্ট্রেচমার্ক এগুলোকে পাত্তা দেননি, শুধুমাত্র মাতৃত্ব অনুভব করবেন বলে। তিনি সমস্ত বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন, যাঁরা বাবা-মায়ের ভূমিকা একা পালন করে চলেছেন। 

সোশ্যাল মিডিয়ায় তিনি দুটো ছবি তিনি শেয়ার করেছেন।যদিও  ছবি দুটো প্রতীকি। সেই দুটো ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এক শিশুকে আমি আমার মধ্যে লালন করেছি। সেই শিশু আমার বুকের ওপর ঘুমিয়েছে। অনেক রাত আমি চেয়ারে না ঘুমিয়ে কাটিয়েছি। সেই শিশুর পটি, বমি আমি নিজে হাতে পরিষ্কার করেছি। আমার শরীরে অনেক দাগ রয়েছে। আমার শরীরে অনেক ক্ষত হয়েছে। তারপরেও আয়নার সামনে দাঁড়ালে আমি সেগুলো দেখতে পাই না। আমি একটা মাকে দেখতে পাই।’ 

এই পোস্টের মাধ্যমে স্বস্তিকা যেন সমস্ত মায়েদের কথা একসঙ্গে বলে দিলেন। সমস্ত ধরনের অসুবিধাকে তুচ্ছ করে দিতে পারে মেয়েরা শুধু মাতৃত্বের স্বাদের জন্য। খুব অল্প বয়সে মা হল স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ের দায়িত্বের পাশাপাশি তিনি নিজের অভিনয় জগতের কেরিয়ারটা এগিয়ে নিয়ে যান। এখন মেয়ে বেশ খানিকা বড় হয়েছে। এখন অভিনেত্রী মেয়ের সঙ্গে খুনসুটি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 12 =