জীবনসঙ্গী হিসেবে বয়স্ক পুরুষ পছন্দ, অভিনেত্রীর মন্তব্যের ফের জল্পনা

জীবনসঙ্গী হিসেবে বয়স্ক পুরুষ পছন্দ, অভিনেত্রীর মন্তব্যের ফের জল্পনা

কলকাতা: কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। গত বছর টলিউডে কান পাতলে এই ধরনের জল্পনা শোনা যেত। সেই জল্পনা উসকে একাধিক বিবৃতি দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। যার জেরে জোর বিতর্ক সৃষ্টি হয়। কিছুদিন আগে কাঞ্চন মল্লিকের জন্মদিন ছিল। সেদিনও শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক মিলিয়ে পোশাক পরতে দেখতে পাওয়া যায়। যদিও সেই জল্পনাকে বিশেষ পাত্তা দেননি। কিন্তু জীবনসঙ্গী হিসেবে শ্রীময়ীর কেমন পুরুষ পছন্দ। কী বললেন অভিনেত্রী? 

কাঞ্চনের সঙ্গে গুঞ্জনকে বার বার উড়িয়ে দিলেও শ্রীময়ী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তাঁর বয়স্ক পুরুষ পছন্দ। তিনি যে যে জিনিসগুলো  জীবনসঙ্গীর কাছ থেকে চান, একজন ম্যাচিউর পুরুষ তা দিতে পারেন। শ্রীময়ী জীবনে এমন একজন ম্যাচিউর পুরুষ প্রয়োজন। একটি অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী। 

শ্রীময়ী যখন সেই অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি সবে টেলিভিশন দুনিয়ায় পা রেখেছেন। কৃষ্ণকলি সিরিয়ালে শ্রীময়ী আত্মপ্রকাশ করেন। তারপর তাঁকে খুকুমনি হোম ডেলিভারিতে দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে তিনি কোথায় কী কাজ করার কথা চলছে তা জানা যায়নি। যদিও এই মন্তব্যের পরে শ্রীময়ীর জীবন আমূল বদলে যায়। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়। গত বছর সেই গুঞ্জনে ঘি দেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি। যদিও সেই জল্পনাকে নিয়ে তিনি সত্যি বলে কখনই স্বীকার করেননি। তিনি বরাবরই বলে এসেছেন, কাঞ্চন মল্লিক তাঁর বন্ধু, অভিভাবক। 

গত বছর ঠিক যখন সংবাদের শিরোনামে বার কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর নাম উঠে আসছে, তখনই তিনি কাঞ্চন মল্লিককে দাদা বলে উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন, কাঞ্চন মল্লিক আমার দাদার মতো। অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের নাম জড়িয়ে গত বছর কম জলঘোলা হয়নি। সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =