লন্ডনে অঙ্কুশ, ‘একা’ ঐন্দ্রিলার সঙ্গে শরীরচর্চায় বিক্রম

লন্ডনে অঙ্কুশ, ‘একা’ ঐন্দ্রিলার সঙ্গে শরীরচর্চায় বিক্রম

কলকাতা: নববর্ষের পরেই শুটিংয়ের কাজে লন্ডন উড়ে গেছেন অঙ্কুশ। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। অঙ্কুশ বিহীন দিন কাটছে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের। আর মনের কথা মনে রাখতে পারলেন না অভিনেত্রী। প্রকাশ্যে বলেই ফেললেন, আর ভালোলাগছে না তাঁর। বড্ড ফাঁকা লাগছে। আর তাই তিনি মন দিলেন শরীর চর্চায়। সঙ্গী বিক্রম।

ঐন্দ্রিলার জন্যেও কি মন খারাপ করছে অঙ্কুশের? বিষয়টা মোটেও সেরকম নয়। অভিনেতা অঙ্কুশ এখন বেজায় ব্যস্ত শুটিংয়ে। অঙ্কুশ হাজরা সোশ্যাল মিডিয়ায় লন্ডন যাত্রার কথা নিজেই জানিয়েছিলেন। তিনি লেখেন, দর্শকদের একটা সুখবর দেওয়ার আছে। সেই কারণেই তিনি লন্ডন উড়ে যাচ্ছেন। সাত বছর পর এসকে মুভিজের প্রযোজনায় তিনি নায়ক। ১৩ বছর পর তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। যদিও নায়ক-নায়িকা থেকে প্রযোজনা সংস্থা এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। তবে শ্রাবন্তী বা অঙ্কুশ জানিয়েছে, তাঁরা শুটিংয়ে এখন বেজায় ব্যস্ত। বিদেশের পথঘাট বা শুটিংয়ের মাঝে মাঝেই ছবি দিচ্ছেন শ্রাবন্তী। আর তাতেই ঐন্দ্রিলার মন খারাপ যেন আরও বেড়েছে। তিনি জানিয়েছেন, কয়েকদিন পরেই তিনি অঙ্কুশের কাছে উড়ে যাবেন।

ঐন্দ্রিলার এই বক্তব্যে প্রশ্ন জাগছে অনুগামীদের মনে। তবে কি অঙ্কুশের বিপরীতে দুই নায়িকা। বিষয়টা মোটেই সেই রকম নয়। অঙ্কুশ বরং এক ঠিলে দুই পাখি মারছেন। এই ছবির শুটিং শেষের পরেই তিনি রাজা চন্দের আগামী ছবির কাজ শুরু করবেন। ম্যাজিক ছবির সাফল্যের পর এই জুটির ওপর ভরসা করছেন তিনি। সেই ছবির শুটিংয়েই ঐন্দ্রিলা উড়ে যাচ্ছেন অঙ্কুশের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =