‘আমাদের ধর্ষণ বন্ধ করুন’, কান ফিল্ম ফেস্টিভ্যালে পোশাক খুলে প্রতিবাদ ইউক্রেনের তরুণীর

‘আমাদের ধর্ষণ বন্ধ করুন’, কান ফিল্ম ফেস্টিভ্যালে পোশাক খুলে প্রতিবাদ ইউক্রেনের তরুণীর

কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। সেখানেই রেড কার্পেটে পোশাক খুলে প্রতিবাদ দেখালেন ইউক্রেনের এক তরুণী। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে তিনি আচমকাই চলে আসেন। অজস্র ক্যামেরার সামনে তিনি পোশাক খুলতে থাকেন। তরুণী পোশাক খুলতেই চোখে পড়ে শরীরে আঁকা রয়েছে ইউ্ক্রেনের পতাকা। যার মাঝে লেখা রয়েছে, আমাদের ধর্ষণ বন্ধ করা হোক। 

পোশাক খুলতে খুলতে ওই তরুণী ক্যামেরার সামনে পোজ দেন। স্লোগান দিতে থাকেন, আমাদের ধর্ষণ বন্ধ হোক। যদিও খানিকক্ষণের মধ্যেই ওই প্রতিবাদী তরুণীকে নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যায়। সেই সময়ও ওই তরুণী ক্রমাগত স্লোগান দিতে থাকেন। এই ঘটনার জেরে আন্তর্জাতিক সেলিব্রেটিরা কিছুক্ষণ কান ফেস্টিভ্যালে ঢুকতে পারেননি। 

তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ৭৫ তম কান ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কি। কিয়েভ থেকে তিনি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষতবিক্ষত ইউক্রেনের পরিস্থিতি তুলে ধরেন। বিশ্বের মানুষকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, একদিন মানুষের মন থেকে ঘৃণা মুছে যাবে। এক নায়কতন্ত্রের মৃত্যু হবে। মানুষের হাত থেকে যে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে, একদিন সাধারণ মানুষ সেই ক্ষমতা ফিরে পাবে। 

প্রসঙ্গত, কান ফিল্ম ফেস্টিভ্যালেও রাশিয়াকে বয়কট করা হয়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ইউক্রেনের পরিচালক সেরগেই লোজনিৎসার তথ্যচিত্র দ্য ন্যাশনাল হিস্ট্রি অফ ডেস্ট্রাকশন। গত মাসেই ইউক্রেনের এই পরিচালকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রুশ সেনার হাতেই এই পরিচালকের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে পরিচালক নিজের ক্যামেরা দিয়ে বিধ্বস্ত ইউক্রেনের বেশ কিছু ভিডিও ফুটেজ তোলেন। সেটাই এই তথ্যচিত্রে দেখানো হয়। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 9 =