জাতীয় পুরষ্কার: সেরা অভিনেত্রী আলিয়া-কৃতি, সুজিতের ‘সর্দার উধম’ করল বাজিমাত

জাতীয় পুরষ্কার: সেরা অভিনেত্রী আলিয়া-কৃতি, সুজিতের ‘সর্দার উধম’ করল বাজিমাত

69th national film

নয়াদিল্লি: ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়ে গেল আজ। সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেলেন দুই নায়িকা। অন্যদিকে বাংলা ছবি থেকে বাঙালি পরিচালকের ছবি, সবই বাজিমাত করল এই মঞ্চে। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন পুরষ্কার পেলেন। 

সেরা অভিনেত্রী – আলিয়া ভট্ট (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি), কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা – অল্লু অর্জুন (পুস্পা)

সেরা সহ অভিনেতা – পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা সহ-অভিনেত্রী – পল্লবী জোশী (কাশ্মীর ফাইলস)

সেরা ছবি – রকেট্রি দ্য নাম্বি এফেক্ট

সেরা জনপ্রিয় ছবি – আরআরআর

সেরা হিন্দি ছবি – সর্দার উধম

সেরা বাংলা ছবি – কালকক্ষ

বিশেষ জুরি পুরস্কার – শেরশাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − two =