কলকাতা: কোন হল বা মাল্টিপ্লেক্স প্রথম ‘জওয়ান’-এর শো দেখাবে তা নিয়েই যেন প্রতিযোগিতা। কলকাতা শহরে এমনিতেই শাহরুখ খানের আলাদা রকম ‘ক্রেজ’ থাকে। তা যে কোনও সিনেমাই হোক, বাংলা থেকে ভালো ব্যবসা করে। তার সাম্প্রতিক উদাহরণ ‘পাঠান’। সেই ছবির প্রথম শো সকাল ৭টায় শুরু হয়েছিল শহরে। তবে এবার জানা গেল, ‘জওয়ান’ প্রথম শো পেল ভোর ৫টায়। এখনও পর্যন্ত শহরে এটাই ‘জওয়ান’-এর প্রথম শো হতে চলেছে।
সোমবার নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ) ভোর ৫টার স্লটে ছবির টিকিট খুলে দিয়েছে। শহরে এটাই ‘জওয়ান’-এর প্রথম শো, আর এর আগে শহরে আর কোথাও ভোর ৫টায় কোনও ছবির প্রদর্শনের আয়োজন করা হয়নি। সেইভাবে দেখতে গেলে এটাও একটা রেকর্ড। যদিও এই শো আদতে দেখানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি। তবে জানা গিয়েছে, টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় প্রথম শো হাউজফুল যে হবে তা আন্দাজ করাই যায়।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রথম দিনের জন্য ‘জওয়ান’ ইতিমধ্যেই ন্যাশেনাল চেইন্সে যেমন পিভিআর, আইনক্স এবং সিনেপোলিস মিলিয়ে ২ লক্ষের ওপর টিকিট বিক্রি করে ফেলেছে। নন-ন্যাশেনাল চেইনেও ভালো রকমের টিকিট বিক্রি হয়েছে। এখনও দু’দিন হাতে আছে ‘জওয়ান’-এর জন্য প্রি-বুকিংয়ের। তাই আরও বড় কিছু আশা করছেন বিশেষজ্ঞরা। প্রথম দিনে ছবির সব মিলিয়ে বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে বলেও দাবি করা হচ্ছে।