করোনার থাবা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে, আক্রান্ত ২

মুম্বই: ভারতীয় টেলিভিশনের অন্যতম বৃহত্তম রিয়েলিটি শো হিসাবে বিবেচিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ আবার নতুন সিজন নিয়ে ফিরেছে। গত মাসে সোশ্যাল মিডিয়ায় ‘কেবিসি’র প্রথম প্রোমো প্রচারের পর থেকেই কুইজ-ভিত্তিক শোটি নিয়ে উন্মাদনা বাড়ছে। অমিতাভ বচ্চনকে হট সিটে ফিরে আসতে দেখে শোর ভক্তরা বেশ উচ্ছ্বসিত। কিন্তু এর মধ্যেই এল দুঃসংবাদ। শোয়ের ২ জন ক্রু মেম্বার আক্রান্ত হয়েছেন করোনায়।

মুম্বই: ভারতীয় টেলিভিশনের অন্যতম বৃহত্তম রিয়েলিটি শো হিসাবে বিবেচিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ আবার নতুন সিজন নিয়ে ফিরেছে। গত মাসে সোশ্যাল মিডিয়ায় ‘কেবিসি’র প্রথম প্রোমো প্রচারের পর থেকেই কুইজ-ভিত্তিক শোটি নিয়ে উন্মাদনা বাড়ছে। অমিতাভ বচ্চনকে হট সিটে ফিরে আসতে দেখে শোর ভক্তরা বেশ উচ্ছ্বসিত। কিন্তু এর মধ্যেই এল দুঃসংবাদ। শোয়ের ২ জন ক্রু মেম্বার আক্রান্ত হয়েছেন করোনায়।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শেষ মরসুমে টিআরপি বেশ ভাল ছিল। ফলে এবছর শো নিয়ে আশাবাদী ছিল চ্যানেল কর্তৃপক্ষ। ১১ জুলাই অমিতাভ বচ্চনের করোনার খবর সামনে আসে। এরপর প্রাণঘাতী এই ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এরপর ‘কেবিসি ১২’-এর শুটিংও শুরু করেন। শোয়ের প্রোমোতে একজন ব্যবসায়ীকে দেখানো হয়েছিল। তিনি একটি বড় ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। তবে তিনি ফের নতুন করে সব কিছু শুরু করার কথা ভাবেন। এক হাজার ৫০০ টাকার বিজয়ী পরিমাণ দিয়ে শুরু থেকে সবকিছু শুরু করতে বদ্ধপরিকর।

Its coming back .. KBC .. because every ’setback’ needs to be answered with a ‘comeback’ !! @sonytvofficial Jo bhi ho, setback ka jawaab #ComeBack se do. #KBC12 shuru ho raha hai jald hi sirf Sony TV par. #KBC @amitabhbachchan @spnstudionext

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on Aug 29, 2020 at 9:29pm PDT

করোনা পরিস্থিতিতে শুটিং শুরু হওয়ায় প্রয়োজনীয় সমস্ত সতর্কতা নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। নতুন মরশুমে সমস্ত বিপর্যয় সামলে শো শুরু করার দিকে জোর দেয় তারা। COVID-19 পরিস্থিতির মধ্যে বিগ বি, প্রতিযোগী এবং ক্রু সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে প্রযোজনা সংস্থাও সমস্ত প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করছে। কিন্তু তা সত্ত্বেও 'কৌন বনেগা ক্রোড়পতি' সেটের দু'জন ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো 'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-এর ৮ জন ক্রুও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। তবে এই কারণে শো বন্ধ রাখা হবে নাকি তাঁদের বাদ দিয়য়ে কাজ এগোবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: টলিউডে ড্রাগ ছাড়া কোনও পার্টি হয় না', কঙ্গনার পর এবার বিস্ফোরক মাধবী লতা

  
গত বছরের মতো নীতেশ তিওয়ারি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। তিনি জানিয়েছেন “এই বছরটি অবশ্যই আমাদের সবার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিটি বিষয়। তবে এটি এমন একটি বছর যা অনেক কিছু শেখাবে এবং এমন অনেক কিছু আমরা পাব যা স্বপ্নেও ভাবিনি।” কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়েছেন অমিতাভ। এছাড়া অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্য্যা বচ্চনও গত মাসে সিভিডি -১৯ থেকে সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি, তিন ‘ইয়ে রিশতা কে কেহলতা হ্যায়’ অভিনেতা, শচীন ত্যাগি, সমীর ওঙ্কর এবং স্বতি চিত্নিস করোনা আক্রান্ত বলে খবর। তাঁরা বর্তমানে হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *