মুম্বই: আজ থেকে ঠিক ১১ বছর আগের কথা৷ ২০০৯ সালে সান ফ্রান্সিসকোতে দাঁড়িয়ে আমরিকার হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত৷ সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল৷
আরও পড়ুন- মাদক মামলায় জড়িয়ে গেলেন অর্জুন! বাড়িতে তল্লাশির পর শমন NCB-র
২০০৯ সালের জুন মাসে একটি টুইটে মল্লিকা লিখেছিলেন, ‘‘একটি ইভেন্টে দারুণ মজা করলাম এক মহিলার সঙ্গে, কমলা হ্যারিস৷ যিনি ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্টও হতে পারেন৷’’ ১১ বছর আগে করা মল্লিকার এই টুইটটি নতুন করে ভাইরাল হয়েছে৷ অনেকে তাঁর দূরদর্শিতার প্রশংসাও করেছেন৷ পাশাপাশি কমলা হ্যারিসের সঙ্গে মল্লিকা শেরাওয়াতের একটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছে৷ ছবিটি সেই সময়কারই৷
২০০৯ সালে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল ছিলেন কমলা হ্যারিস৷ ওই বছরই তাঁর সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রীর৷ দু’জনে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা৷ যা আজ নতুন করে ভাইরাল৷ ২০১১ সালে ‘পলিটিক্স অফ লাভ’ ছবিতে কমলার জীবনের উপর আধারিত চরিত্রেই অভিনয় করেছিলেন মল্লিকা৷ ওই ছবিতে মল্লিকার সঙ্গে ছিলেন ব্রায়ান জে৷ সেই সময় মল্লিকা বলেছিলেন, এই ছবিতে তাঁর অভিনয়ের অনুপ্রেরণা ছিলেন কমলা৷ প্রেসিডেন্ট নির্বাচনে জো বিডেনের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ৫০ বছরের ইতিহাসে প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা৷ বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের ইতিহাসে ভাইস প্রেসিডেন্টের পদে লড়েছিলেন মাত্র দু’জন মহিলা৷ ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরালডিন ফেরারো এবং ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারা পলিন৷ তবে তাঁরা কেউই নির্বাচিত হননি৷
আরও পড়ুন- গোয়া বিচে নগ্ন দৌড়, মিলিন্দ সোমনের বিরুদ্ধে অশালীনতার অভিযোগে মামলা দায়ের
কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত ভারতীয়রাও৷ মায়ের তরফে ভারতীয় যোগ রয়েছে কমলার৷ ৫৬ বছরের কমলা হ্যারিসের যোগ রয়েছে তামিলনাড়ুর সঙ্গে৷ নতুন করে মল্লিকার টুইট শেয়ার হওয়ার পর অনেকেই তাঁকে ‘টাইম ট্রাভেলর’ বলে মন্তব্য করেছেন৷