জুহিকে বিয়ের প্রস্তাব! বারবার প্রেম, লিভ ইনের পরেও কেন ‘সিঙ্গেল’ ভাইজান?

জুহিকে বিয়ের প্রস্তাব! বারবার প্রেম, লিভ ইনের পরেও কেন ‘সিঙ্গেল’ ভাইজান?

মুম্বই: ২৭ ডিসেম্বর দিনটি ভাইজানের ভক্তদের কাছে ভীষণ স্পেশাল৷ কারণ আজ বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর সলমন খানের জন্মদিন৷ ৫৬-য় পা দিলেন সল্লুভাই৷ তাঁর জীবনে একাধিকবার প্রেম এসেছে৷ কিন্তু এখনও তিনি ব্যাচেলর৷ প্রেম, লিভ ইন থেকে তাঁর গাড়ির চাকায় অনিচ্ছাকৃতভাবে পাথচারীর মৃত্যু, কৃষ্ণ সারয় মামলা সব মিলিয়ে ভাইজানের জীবন চিত্রনাট্যের চেয়ে কিছু কম নয়৷ তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় হিরোইনরা৷ কিন্তু কোনও প্রেমই টেকেনি তাঁর৷ তবে সলমনও থেমে থাকেননি৷ একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন৷  বিয়েও করতে চেয়েছিলেন৷ কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি৷

আরও পড়ুন- ‘মেরি ক্রিসমাস’! বড় দিনে নতুন খবর শোনালেন ক্যাটরিনা

জানেন কি এক সময় জুহি চাওলার প্রেমে পড়েছিলেন ভাইজান? এমনকী জুহিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন৷ ‘আন্দাজ আপনা আপনা’  ছবির শ্যুটিং চলাকালীন ট্যুরে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন জুহি৷ হার মানেননি সলমনও৷ জুহির বাবার বাবার কাছেও আর্জি জানান৷ কিন্তু তিনিও না করে দেন৷ 

salman

সঙ্গীতা বিজলানির সঙ্গেও সলমনের প্রেমের কথা কারও আজানা নয়৷ একটি সাক্ষাৎকারে সলমান বলেছিলেন, তিনি সঙ্গীতাকে বিয়ে করতে চেয়েছিলেন৷ তাঁদের বিয়ের তারিখও নাকি ঠিক হয়ে গিয়েছিল৷ ছাপা হয়ে গিয়েছিল কার্ড৷ কিন্তু কোনও কারণে সেই বিয়ে ভেঙে যায়৷ পরে জানা যায় সলমন অন্য সম্পর্কে জড়িয়েছিল, সেটা জানতে পেরে যান সঙ্গীতা৷ 

সঙ্গীতা

প্রেম থেকে ডেটিং, লিভ ইন, বারবার পেজ থ্রি’র শিরোনামে থেকেছেন সলমান৷ এদিকে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সলমনের প্রেমে পড়েন সোমি আলি৷ সলমনের টানে পাকিস্তান থেকে চলে আসেন ভারতে৷ মুম্বইতে তাঁর কিছু আত্মীয়স্বজন ছিলেন। তাঁদের সঙ্গে  যোগাযোগ করেই তিনি মুম্বইতে পাড়ি দেন৷  

সলমান

এথানে এসে নিজেকে মডেল হিসাবে প্রতিষ্ঠা করেন সোমি। মডেলিং-এর পাশাপাশি শুরু করেন অভিনয়৷ এর পরেই সলমনের সঙ্গে সম্পর্কে জড়ান৷ ৮ বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করে সেই সম্পর্কে দূরত্ব চলে আসে৷ সোমির অভিযোগ, ঐশ্বর্যর জন্যেই নাকি তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷ তাঁদের মাঝে চলে এসেছিলেন ঐশ্বর্য৷ 

salman

কেরিয়ারের মধ্যগগনে থাকা সলমান বিশ্বসুন্দরী ঐশ্বর্যর সঙ্গে ডেটিং শুরু করেন৷ ‘হাম দিল দে চুকে সনম’ -এর পর থেকে তাঁদের সম্পর্ক  নিয়ে গুঞ্জন আরও বাড়তে থাকে৷ ছবির শ্যুটিং চলার সময় থেকেই চুটিয়ে প্রেম করছিলেন তাঁরা৷ এরপর ঐশ্বর্যর কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সব কিছুতেই সিদ্ধান্ত নিতে শুরু করেন ভাইজান। ঐশ্বর্যাকে বি-টাউনে প্রতিষ্ঠানও করেন তিনি৷ কিন্তু হরিণ শিকার মামলায় ভাইজানের নাম জড়ানোর পরেই ঐশ্বর্য নিজেকে গুটিয়ে নিতে থাকেন৷ সলমন ঐশ্বর্যের গায়ে হাতও তোলেন৷ এরপেরই তাঁদের ব্রেকআপ হয়ে যায়৷ মাখোমাখে প্রেম বেশি দিন স্থায়ী হয়নি৷ 

সলমন

এর পর ক্যাটরিনার সঙ্গে  সম্পর্কে জড়ান সলমান৷ অনেকটাই ঘনিষ্ঠ ছিল তাঁদের সম্পর্ক৷ ক্যাটকেও কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন সলমন। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। আপাতত পাঁচ বছরের ছোট ভিকির গলায় মালা দিয়ে সুখে আছেন ক্যাটরিনা৷ তবে প্রেমিকার বিয়েতে ৩ কোটি গাড়ি উপহার দিয়েছেন সলমন৷ 

সলমন

শ্রীলঙ্কার সুন্দারী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন রয়েছে৷ পানভেলের ফার্ম হাউজে একান্তে সময়ও কাটান তাঁরা৷ প্রতিটা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন জ্যাকলিন৷  এর বাইরেও অনেকের সঙ্গে সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছে৷  তবে অনেকেই বলেন, সঙ্গীতা-ঐশ্বর্যকে না পেয়েই সিঙ্গেল রয়ে গিয়েছেন ভাইজান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =