নয়াদিল্লি: চাকরির দুনিয়ায় যে কোন পেশাদারী কোর্স করতে গেলে থিওরির পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়া জরুরি। কারণ থিওরি গানের সঙ্গে ভালোভাবে হাতে কলমে কাজ না জানলে কাজের জগতে চাকরি পাওয়াটা দুঃসাধ্য হয়ে ওঠে। তাই পেশাদারী কোর্স করতে গেলে সে রকম প্রতিষ্ঠান বাছাই করা উচিত যেখানে হাতে কলমে কাজ শেখা যাবে।
এ দিক থেকে দেখতে গেলে লাইফলাইন প্যারামেডিকেল ইনস্টিটিউট অগ্রগণ্য। কারণ প্রতিষ্ঠানের নিজস্ব নার্সিংহোমে হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি কোর্স শেষে নিজস্ব নার্সিংহোমে কাজের সুযোগ পাওয়ার সম্ভবনা ও থাকছে। এই প্রতিষ্ঠানে করানো হয় কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অনুমোদিত স্বাস্থ্য পরিষেবার কর্মমুখী প্যারামেডিকেল কোর্স। এখন ভর্তি চলছে।
উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই সব কোর্সে ১) মাল্টিপারপাস হেলথ হেলথ ওয়ার্কার ২) নার্সিং অ্যাসিস্ট্যান্ট ৩) ওটি টেকনিকস ৪) ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান। আসন সংখ্যা সীমিত। আগে এলে আগে সুযোগ। আরও বিস্তারিত তথ্য পেতে যোগাযোগ করুন এই ঠিকানায়৷ লাইফ লাইন মেডিকেল ইনস্টিটিউট ৩৮ কলকাতা ৩১।