নয়াদিল্লি: সিভিল সার্ভিস ২০২৩-এর ফলাফল মঙ্গলবার প্রকাশ পেয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে প্রথম চারজনই নারী। শীর্ষস্থান দখল করেছেন ঈশিতা কিশোর। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র। জানা গিয়েছে, এবারে উত্তীর্ণদের প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জনই মহিলা। এক কথায়, জয়জয়কার নারীদের।
শীর্ষস্থানগুলি বাদে এই বছর পরীক্ষায় সাফল্য পেয়েছেন মোট ৯৩৩ জন। এই তালিকায় বাংলা থেকেও রয়েছেন সাত কৃতী। যাদের মধ্যে কলকাতা থেকে রয়েছেন কলকাতা থেকে ৪ জন, শিলিগুড়ি, বিষ্ণুপুর এবং চন্দননগর থেকে ১ জন করে। এই সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম ২৫ জনই দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া। যে ৯৩৩ জন আছেন তাদের মধ্যে জেনারেল পরীক্ষার্থী ৩৪৫ জন। এছাড়াও তালিকায় রয়েছেন ইডব্লিউএসের ৯৯ জন, ওবিসির ২৬৩, তফসিলি জাতির ১৫৪ এবং তফসিলি উপজাতির ৭২ জন। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন মহিলা পরীক্ষার্থী। গত বছর শীর্ষস্থানে ছিলেন শ্রুতি শর্মা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গঙ্গারামকেও হার মানালেন! মাধ্যমিকে ৪৬ বার ফেল করেও হার মানেননি বৃদ্ধ” width=”853″>
এই পরীক্ষায় মূলত তিনটি ধাপ থাকে। প্রিলিমিনারি, মেন এবং ব্যক্তিগত ইন্টারভিউ। তার মধ্যে দিয়েই বেছে নেওয়া হয় ভবিষ্যতের আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য গ্রুপ এ ও বি-এর মতো উচ্চপদস্থ আধিকারিকদের। এটিই হল দেশের অন্যতম কঠিন এবং সবচেয়ে চর্চিত পরীক্ষা।