গেট ছাড়াই আইআইটিতে সুযোগ পাবে এনআইটির ছাত্রছাত্রীরা

নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(NIT) ছাত্রছাত্রীদের জন্য সুখবর৷ এবার থেকে এখানকার ছাত্রছাত্রীরা সরাসরি পিএইচডি করার সুযোগ পাবে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(IIT)৷ ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হচ্ছে৷ এর ফলে এনাইটিতে ফাইনাল ইয়ারে বি-টেক পড়ার পাশাপাশি আইআইটিতে পিএইচডি করতে পারবে৷ দিল্লির আইআইটির ডাইরেক্টর ভি রামগোপাল রাও জানিয়েছেন, এখন থেকে পিএইচডি পড়ার জন্য আলাদা করে

গেট ছাড়াই আইআইটিতে সুযোগ পাবে এনআইটির ছাত্রছাত্রীরা

নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(NIT) ছাত্রছাত্রীদের জন্য সুখবর৷ এবার থেকে এখানকার ছাত্রছাত্রীরা সরাসরি পিএইচডি করার সুযোগ পাবে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(IIT)৷ ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হচ্ছে৷ এর ফলে এনাইটিতে ফাইনাল ইয়ারে বি-টেক পড়ার পাশাপাশি আইআইটিতে পিএইচডি করতে পারবে৷

দিল্লির আইআইটির ডাইরেক্টর ভি রামগোপাল রাও জানিয়েছেন, এখন থেকে পিএইচডি পড়ার জন্য আলাদা করে গেট(GATE) পরীক্ষায় বসতে হবে না৷ এক্ষেত্রে এনআইটি-র ছাত্রছাত্রীদের থার্ড ইয়ারের শেষে সমস্ত সেমিস্টার মিলিয়ে ন্যূনতম CGPA বা গ্রেড পয়েন্ট ৮ বা তার বেশী থাকলেই শুধুমাত্র একটি ইন্টারভিউর মাধ্যমে আইআইটিতে পিএইচডি করার ছাড়পত্র পেয়ে যাবে৷

বিগত একবছর ধরে বিষয়টি আলোচনাধীন ছিল৷ অবশেষে সম্প্রতি এক বৈঠকের পর আইআইটি কাউন্সিল এই সিদ্ধান্তে পৌঁছয়৷ আইআইটি তে পিএইচডি করার জন্য এনআইটির পড়ুয়াদের শেষ একবছরে অন্তত ছমাস ক্লাস করতে হবে৷ অথবা আইআইটির একটি প্রজেক্ট শেষ করতে হবে৷ যোগ্যতার বিচারে প্রয়োজনীয় গ্রেড পয়েন্ট থাকলে তবেই ইন্টারভিউর জন্য ডাকা হবে৷

দেশের মোট ১৩টি এনআইটির প্রতিটি গবেষণা ও পরিকাঠামোগত দিক থেকে আইআইটির থেকে পিছিয়ে আছে বলে মনে করা হয়৷ মূলত এনআইটিতে পাঠরত ছাত্রছাত্রীদের গবেষণার মান উন্নয়নের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন আইআইটির রেজিস্ট্রার সন্দীপ চ্যাটার্জি৷ তিনি বলেন উন্নতমানের গবেষণার ক্ষেত্রে সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের আইআইটিতে প্রয়োজন৷ সেক্ষেত্রে এনআইটিও একটি বিশেষ সুবিধা পাবে৷ দেশের অন্যান্য আইআইটি গুলিকেও খুব তাড়াতাড়ি এই নিয়মের আওতায় আনা হবে৷ এনিয়ে আইআইটি ও এনআইটির মধ্যে একটি মৌস্বাক্ষরিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =