অর্থের সংস্থান নেই, উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েও সৌরভ জানে না পড়বে কীভাবে

আজ বিকেল: উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে পশ্চিমেদিনীপুরের সৌরভ কাবারী। তার প্রাপ্ত নম্বর ৪৯১। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সৌরভ সবং ব্লকের বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনের ছাত্র সে। স্কুলের মাস্টার মশাইদের সহযোগিতা ও নিজের অধ্যাবসায়ের জেরেই এই সাফল্যের স্বাদ পেল সৌরভ। তবে সফলতা আসার সঙ্গে সঙ্গেই ভয়ও দানা বাঁধে। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করেছে।

অর্থের সংস্থান নেই, উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েও সৌরভ জানে না পড়বে কীভাবে

আজ বিকেল: উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে পশ্চিমেদিনীপুরের সৌরভ কাবারী। তার প্রাপ্ত নম্বর ৪৯১। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান সৌরভ সবং ব্লকের বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনের ছাত্র সে। স্কুলের মাস্টার মশাইদের সহযোগিতা ও নিজের অধ্যাবসায়ের জেরেই এই সাফল্যের স্বাদ পেল সৌরভ।

তবে সফলতা আসার সঙ্গে সঙ্গেই ভয়ও দানা বাঁধে। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ইতিমধ্যেই দেখতে শুরু করেছে। আদৌ কি সেই স্বপ্ন তার সফল হবে। জানে না সৌরভের গোটা পরিবার। ওই ব্লকের দেভোগ গ্রামে সৌরভদের বাড়ি। বাবা-মা দুজনেই গোটা দিন হাড়ভাঙা পরিশ্রম করলে তবেই দানাপানি জোটে। তাঁরা দুজনে চাল কোটার কাজ করেন। সৌরভের মা নিজের নামটুকুই সই করতে পারেন না। চয়েছিলেন ছেলে যেন শিক্ষিত হয়, তাহলে অন্তত তাঁদের মতো খাটা খাটনি করে সামান্য রোজগারের মুখ দেখতে হবে না। ছেলে পড়াশোনা করে ফণ্ডিত হবে, একদিন বাবা-মায়ের মুখ ঊজ্জ্বল করার পাশাপাশি ভাল চাকরি করে সংসারে সুদিন ফেরাবে। সবে তো দ্বিতীয় ধাপ, এখনও অনেকটা পথ চলতে হবে। কিন্তু স্কুলের গণ্ডী পেরিয়ে গেলে কোথা থেকে আসবে আর্থিক সহায়তা জানে না গোটা পরিবারটি। তাইতো শুভাকাঙ্খীদের সহযোগিতাই সৌরভের আগামীর চলার পথের একমাত্র ভরসা। আজ বিকেলের তরফ থেকেও রইল অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =