কলকাতা: আগামিকাল, সোমবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। সকাল ১০.৩০ মিনিটে জেলার বিতরণ কেন্দ্রগুলি থেকে মার্কশিট এবং অন্যান্য নথি পাবে স্কুলগুলি। যে যে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল, http://wbresults.nic.in, www.westbengal.shiksha৷
এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তার জন্য WB12 টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ নম্বরে। একইভাবে ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে এসএমএস পাঠিয়েও নম্বর জানা যাবে। www.exametc.com ওয়েবসাইটে আগে থেকে মোবাইল নম্বর এবং রোল নম্বর রেজিস্টার করে রাখলে ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে ফল জেনে যাবেন পরীক্ষার্থীরা।