তীব্র গরমে ফের কি বাজবে স্কুল ছুটির ঘণ্টা?

কলকাতা: টানা ৫৯ দিন স্কুলে গরমের ছুটি ঘোষণা হওয়া রাজ্যজুড়ে তীব্র সমালোচনা হয়েছিল৷ ঘরে-বাইরে সমালোচিত হয়ে ছুটি কমিয়ে ১০ জুন স্কুল খোলা হয় স্কুল৷ কিন্তু, স্কুল খোলার পর ফের দাবদাহ শুরু হওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের থেকে পড়ুয়ায়াদের৷ গরমের জেরে স্কুলমুখো হচ্ছে না পড়ুয়ারা৷ হাজিরা খুবই কম৷ এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা দপ্তরের কাছে নয়া আর্জি

60744447f0adbd2044e12f426fdb0fca

তীব্র গরমে ফের কি বাজবে স্কুল ছুটির ঘণ্টা?

কলকাতা: টানা ৫৯ দিন স্কুলে গরমের ছুটি ঘোষণা হওয়া রাজ্যজুড়ে তীব্র সমালোচনা হয়েছিল৷ ঘরে-বাইরে সমালোচিত হয়ে ছুটি কমিয়ে ১০ জুন স্কুল খোলা হয় স্কুল৷ কিন্তু, স্কুল খোলার পর ফের দাবদাহ শুরু হওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের থেকে পড়ুয়ায়াদের৷ গরমের জেরে স্কুলমুখো হচ্ছে না পড়ুয়ারা৷ হাজিরা খুবই কম৷ এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা দপ্তরের কাছে নয়া আর্জি শিক্ষক সংগঠনের৷

স্কুলে ছুটি কমানো নিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলেছে সরকার৷ বর্ষা এসে যাবে৷ কিন্তু, স্কুল খোলার পর থেকেই দফায় দফায় বেড়েছে তাপমাত্রা৷ উত্তরে বর্ষা এলেও নাম নেই দক্ষিণে৷ উল্টে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষ৷ এই পরিস্থিতিতে স্কুলে কীভাবে যাবে পড়ুয়ারা, তা নিয়ে চিন্তায় শিক্ষক থেকে অভিভাবক মহল৷ পুরুলিয়ায় কোনও বিজ্ঞপ্তি না দেওয়া হলেও বেশ কিছু স্কুল নিজেরাই সকালে শুরু করে দিয়েছে পঠনপাঠন৷ দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু স্কুলেও একই অবস্থা৷ বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে স্কুল বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে৷ তবে, এবিষয়ে সরকারি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *