মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা পুর্বিবেচনার পথে রাজ্য, গঠিত বিশেষজ্ঞ কমিটি

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা পুর্বিবেচনার পথে রাজ্য, গঠিত বিশেষজ্ঞ কমিটি

কলকাতা:  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পুর্বিবেচনার পথে রাজ্য সরকার৷  তৈরি করা হল ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি৷ গত সপ্তাহে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুলাই মাসের শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা আর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক৷ সেই মতো বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করার কথা ছিল৷ কিন্তু তা স্থগিত করে দেওয়া হয়৷ 

আরও পড়ুন- পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা, পরীক্ষা নিয়ে নতুন করে ভাবছে রাজ্য?

শিক্ষা দফতর সূত্রে খবর, বিশেষজ্ঞ কমিটি গড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এই বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ এছাড়াও কমিটিতে রয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, নেতাজি মুক্ত বিদ্যালয়ের উপাচার্য শুভঙ্কর সরকার, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, এসএসকেএম-এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান জিকে ঢালি এবং ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রির ডিরেক্টর প্রদীপ সাহা৷ 

প্রসঙ্গত, মঙ্গলবার সিবিএিই ও আইএসসি’র দ্বাদশের বোর্ড পরীক্ষা বাতিল করা হয়৷ এর পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে নতুন করে  উৎকণ্ঠা বাড়তে থাকে৷ করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা, তা নিয়ে ফের প্রশ্ন ওঠে৷ পরীক্ষা যদি না হয়, তাহলে মূল্যায়ন কী ভাবে হবে? এই সকল প্রশ্নেরই উত্তর দেবে বিশেষজ্ঞ কমিটি৷ আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে তাঁরা৷ বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার৷ তবে বর্তমান পরিস্থিতি পরীক্ষা হওয়া উচিত কিনা, তা নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল৷ 

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, ‘নির্দিষ্ট পথে সহজ ভাবে হলেও পরীক্ষা অবশ্যই হওয়া উচিত৷ যাতে মূল্যায়ন সম্ভব হয়৷’ আবার শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলেন, ‘জীবনের চেয়ে বড় পরীক্ষা কিছু হতে পারে না৷ পরীক্ষা হলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী একসঙ্গে জড়ো হবে৷ তখন করোনা ভাইরাস ছড়াবে না, তার কোনও নিশ্চয়তা নেই৷’ আবার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে পরীক্ষা স্থগিত রাখার পক্ষে৷ এটা বিশাল সংখ্যা৷ তার উপর ছোটদের টিকাকরণও হয়নি৷ ভ্যাকসিন ছাড়া তারা বেরবে, এক সঙ্গে বসে পরীক্ষা দেবে৷ এটা তাঁদের স্বাস্থ্যর জন্য বিরাট ভুল হবে৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 20 =