করোনার বাড়বাড়ন্তে স্থগিত CBSE? শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী

করোনার বাড়বাড়ন্তে স্থগিত CBSE? শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী

নয়াদিল্লি:  সিবিএসই বোর্ড পরীক্ষার দিনক্ষণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্কের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী৷ আজ বেলা ১২টায় বৈঠক হওয়ার কথা৷ পোখারিয়াল ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব ও শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও৷ 

আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী? কড়া পদক্ষেপ কমিশনের

জানা গিয়েছে, দেশে ফের বেড়ে চলা কোভিড সংক্রমণের মধ্যে আসন্ন সিবিএসই বোর্ড পরীক্ষা স্থগিত করার বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে৷ ৪ মে থেকে ৭ জুনের মধ্যে সিবিএসই দশম শ্রণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ অন্যদিকে ৪ মে থেকে ১৫ জুনের মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়৷ কিন্তু ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে থেকেই পরীক্ষা স্থগিত করার দাবি উঠেছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে গত মঙ্গলবার বোর্ড পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ 

আরও পড়ুন- শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার, ‘না’ বললেও দেখা করলেন আনন্দের দাদু

কেজরিওয়াল বলেন, ‘‘ এই বছরে দিল্লির ৬ লক্ষ ছেলেমেয়ে সিবিএসই বোর্ড পরীক্ষায় বসতে চলেছে৷  প্রায় ১ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এই পরীক্ষার সঙ্গে যুক্ত হবেন৷ এই বিপুল কর্মযজ্ঞের জেরে ফের করোনার হটস্পট হয়ে উঠতে পারে দিল্লি৷ পড়ুয়াদের স্বাস্থ্য ও জীবন সংকটে পড়তে পারে৷ আমাদের কাছে ছোট ছোট ছেলেমেয়েদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সে কারণেই কেন্দ্রীয় সরকারের কাছে সিবিএসই বোর্ড পরীক্ষা স্থগিত করার আবেদন জানাতে চাই৷’’ 

তিনি আরও বলেন, ‘‘এর বদলে কোনও বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করা যেতে পারে৷ অনলাইন পদ্ধতি বা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হোক৷ কিন্তু সিবিএসই পরীক্ষা বাতিল করতে হবে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =