রাজ্যের প্রাথমিক শিক্ষার হাল বেহাল কেন? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ

আজ বিকেল: রাজ্যে প্রাথমিক শিক্ষার এই বেহাল দশার জন্য দায়ী পূর্বতন বাম সরকার। এদিন জেলা কমিটির ডাকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বৈঠকে শামিল হলেন। যে যে সংগঠনগুলো দশকের পর দশক শিক্ষকদের পাশে থেকে কাজ করার জন্য ছিলেন, তার ৩৪টা বছর কিছুই করেনি। তারা নিজের পরিবার ও পার্টির লোকজনদের জন্য করেছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু করেনি।

রাজ্যের প্রাথমিক শিক্ষার হাল বেহাল কেন? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ

আজ বিকেল: রাজ্যে প্রাথমিক শিক্ষার এই বেহাল দশার জন্য দায়ী পূর্বতন বাম সরকার।  এদিন জেলা কমিটির ডাকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বৈঠকে শামিল হলেন। যে যে সংগঠনগুলো দশকের পর দশক শিক্ষকদের পাশে থেকে কাজ করার জন্য ছিলেন, তার ৩৪টা বছর কিছুই করেনি। তারা নিজের পরিবার ও পার্টির লোকজনদের জন্য করেছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু করেনি। গোটা ঘটনার জন্য দায়ী পূর্বতন বাম সরকার।

পূর্বতন বাম সরকার পক্ষপাত দুষ্টের কাজ করেছে। তাই হয়তো রাজ্যের শিক্ষকদের এই হাল। বাম সরকারের আমলে পে-কমিশন চুরি হয়েছে। এই পে-কমিশনে আজ বর্তমান তৃণমূল সরকারকে দুষছি, কিন্তু পে-কমিশন চুরি করেছে বাম সরকার। তাই সারাদেশে যখন সপ্তম পে কমিশন পাস হয়ে যায়, তখনও আমরা ষষ্ঠ পে-কমিশনের জন্য আন্দোলন করে মরেছি। বাম সরকারের তৈরি করা ঋণ শুধতে তৃণমূল সরকারের প্রাণ ওষ্ঠাগত। দুলক্ষ কোটি টাকা ঋণের বোঝা টানছে বর্তমান সরকার। তারপরেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যথাযথ কাজ করছে বর্তমান সরকার, কন্যাশ্রী, সবুজসাথী, যুবশ্রী চালু করেছে। বাম সরকারের আমলে প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়েছে। তুলে দেওয়া হয়েছে ইংরেজি, মমতা বন্দ্যোপাধ্যের নেতৃত্বে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলে ফের ইংরেজি ভাষা চালু হল প্রাথমিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =