কে কে পেলেন এবারের ভারতরত্ম, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী সম্মান?

নয়াদিল্লি: পদ্মভূষণ সম্মাণ পেলেন ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণন, লোকসভার প্রাক্তন স্পিকার করিয়া মুণ্ডা, অভিনেতা মোহনলাল, সাংবাদিক কুলদীপ নায়ার, পর্বতারোহী বাচন্দ্রী পাল, সংসদ সদস্য হুকুমদেব নারায়ণ যাদব৷ পাশাপাশি পদ্মশ্রী পাচ্ছেন প্রয়াত অভিনেতা কাদের খান, অভিনেতা মনোজ বাজপেয়ী, ফুটবলার সুনীল ছেত্রী, নৃত্য পরিচালক প্রভু দেবা, ক্রিকেটার গৌতম গম্ভীর, সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন ও কুস্তিগীর বজরং পুনিয়া৷ ২০১৯-এর

3f41ba6804dd88c3e8c4de82f37dc364

কে কে পেলেন এবারের ভারতরত্ম, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী সম্মান?

নয়াদিল্লি: পদ্মভূষণ সম্মাণ পেলেন ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণন, লোকসভার প্রাক্তন স্পিকার করিয়া মুণ্ডা, অভিনেতা মোহনলাল, সাংবাদিক কুলদীপ নায়ার, পর্বতারোহী বাচন্দ্রী পাল, সংসদ সদস্য হুকুমদেব নারায়ণ যাদব৷ পাশাপাশি পদ্মশ্রী পাচ্ছেন প্রয়াত অভিনেতা কাদের খান, অভিনেতা মনোজ বাজপেয়ী, ফুটবলার সুনীল ছেত্রী, নৃত্য পরিচালক প্রভু দেবা, ক্রিকেটার গৌতম গম্ভীর, সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন ও কুস্তিগীর বজরং পুনিয়া৷

২০১৯-এর সাধারণতন্ত্র দিবসের মঞ্চ থেকে ভারতরত্ন পেলেন আরও এক বাঙালি৷ এবার ভারতরত্ন সম্মান পেলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মরণোত্তচর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে নানাজি কেশমুখ ও ভূপেন হাজারিকাকে৷ শুক্রবার একথা ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷

এর আগেও বাঙালি হিসাবে ভারতরত্ন পেয়েছেন স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ৷ আধুনিক ভারত গঠনের ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে ১৯৯২ সালে ভারতরত্ন দেওয়া হয়৷ চিকিৎসক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সমাজকর্মী বিধানচন্দ্র রায় বাংলার উন্নতি ও চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬১ সালের তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ মাদার টেরজা তথা আলবেনিয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসীকে জীবনের বেশিরভাগ সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন৷ ১৯৮০ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে চলচ্চিত্র জগতে অবদানের জন্য ১৯৯২ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ অমর্ত্য সেন একজন বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক৷ দুর্ভিক্ষ, জনকল্যাণ অর্থনীতি ও দারিদ্রের কারণ নিয়ে গবেষণার জন্যা তাঁকে ১৯৯৯ সালে ভারতরত্ন দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *