কলকাতা: কলকাতা, যাদবপুর , প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বারবার ' অপমানিত' হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখর। এবার রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত তালিকা থেকে বাদ পড়ে গেল রাজ্যপাল তথা আচার্যের না। যাতে স্বাভাবিক ভাবেই প্রবল ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল।তাঁর অভিযোগ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণে মন্ত্রীদের নাম রয়েছে কিন্তু তাঁর নাম নেই। বুধবার সকালে টুইট করে ওই ঘটনা নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি।
রাজ্যপাল টুইট লেখেন, “কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন। অথচ আচার্য হওয়া সত্ত্বেও আমি সমাবর্তনের কথা জানিনা। এ আমরা কোথায় আছি?”
শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারিকোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি শেষ আমন্ত্রণের কাজও শেষ রয়েছে। সমাবর্তনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ-সহ একাধিক মন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। নিয়মানুযায়ী, কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে আচার্য তথা রাজ্যপালের সম্মতি নিতে হয়। তবে সেই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করা সম্ভব। এমনকী, আচার্যের উপস্থিতি ছাড়া সমাবর্তন রীতি বহির্ভূত। কাজেই রাজ্যপালকে আমন্ত্রণ না করলে তা সংবিধান লঙ্ঘনের সামিল বলে মনে করা হচ্ছে।