বাংলায় কবে হবে ছাত্র ভোট? পুলিশের কোর্টে বল পাঠালেন শিক্ষামন্ত্রী!

কলকাতা: বাংলায় ছাত্রভোট প্রসঙ্গে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করতেই এবার জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শীঘ্রই ছাত্রভোট নেওয়া হবে৷ নবান্নে ঘোষণা শিক্ষামন্ত্রীর৷ তবে ছাত্র ভোট কবে হবে তা নিয়ে খোলাসা করেননি শিক্ষামন্ত্রী৷ উল্টে পুলিশের পুলিশের দিকে তুলেছেন আঙুল! ইতিমধ্যেই চারটি বিশ্ববিদ্যালয় ছাত্রভোট করানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ শিক্ষা দপ্তর৷ উচ্চ শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি

বাংলায় কবে হবে ছাত্র ভোট? পুলিশের কোর্টে বল পাঠালেন শিক্ষামন্ত্রী!

কলকাতা: বাংলায় ছাত্রভোট প্রসঙ্গে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করতেই এবার জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শীঘ্রই ছাত্রভোট নেওয়া হবে৷ নবান্নে ঘোষণা শিক্ষামন্ত্রীর৷ তবে ছাত্র ভোট কবে হবে তা নিয়ে খোলাসা করেননি শিক্ষামন্ত্রী৷ উল্টে পুলিশের পুলিশের দিকে তুলেছেন আঙুল!

ইতিমধ্যেই চারটি বিশ্ববিদ্যালয় ছাত্রভোট করানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ শিক্ষা দপ্তর৷ উচ্চ শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট নেওয়া হবে৷ একই সঙ্গে ডায়মন্ডহারবার কলেজেও নেওয়া হবে ছাত্রভোট৷ ছাত্র ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও ইউনিয়ন হবে না কি কাউন্সিল হবে, ঠিক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

এবার গোটা বাংলাজুড়ে ছাত্র ভোট করানোর বিষয়ে রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার ছাত্রভোট করাতে প্রস্তুতি নিচ্ছে৷ খুব শীঘ্রই ছাত্রভোট নেওয়া হবে৷ এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে৷ পুলিশ ছাড়পত্র দিলেই আমরা বিজ্ঞপ্তি জারি করে দিতে পারি৷ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠকে অংশ নিয়ে ছাত্রভোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল৷ অবিলম্বে ছাত্র হওয়া উচিত রাজ্য সরকারের, মন্তব্য করেন রাজ্যপাল৷ রাজ্যপালের অসন্তোষ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাজুড়ে ছাত্রভোট কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়ে এবার পুলিশের কোর্টে বল ছুড়লেন শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =