কবে হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা? নয়া বিভ্রাট পর্ষদের

কলকাতা: খুব সম্ভবত এই প্রথম, মাধ্যমিক ফল প্রকাশের পর আগামী বছরের জন্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানাতেই পারল না মধ্যশিক্ষা পর্ষদ৷ রীতি অনুযায়ী, পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেয় মধ্যশিক্ষা দপ্তর৷ কিন্তু, আজ ফলাফল প্রকাশ হলেও পরবর্তী পক্ষার সূচি জানাতে ব্যর্থ পর্ষদ৷ প্রতি বছরই মাধ্যমিকের পরীক্ষার ফলের দিকে অধীর আগ্রহে

কবে হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা? নয়া বিভ্রাট পর্ষদের

কলকাতা: খুব সম্ভবত এই প্রথম, মাধ্যমিক ফল প্রকাশের পর আগামী বছরের জন্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানাতেই পারল না মধ্যশিক্ষা পর্ষদ৷ রীতি অনুযায়ী, পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেয় মধ্যশিক্ষা দপ্তর৷ কিন্তু, আজ ফলাফল প্রকাশ হলেও পরবর্তী পক্ষার সূচি জানাতে ব্যর্থ পর্ষদ৷

প্রতি বছরই মাধ্যমিকের পরীক্ষার ফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকেন আগামী বছরের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা৷ কিন্তু, আজ প্রথা ভেঙে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ জানাতে পারল না মধ্যশিক্ষা পর্ষদ৷ এবিষয়ে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখনও আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঠিক করে উঠতে পারেননি তাঁরা। ফলে, আগামী কয়েকদিনের মধ্যে ২০২০ সালের নির্ঘণ্ট জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ৷ কিন্তু কেন পরীক্ষার দিনক্ষণ জানানো গেল না, তা স্পষ্ট করে বলতে পারেননি পর্ষদ সভাপতি!

তবে শুধু আগামী বছরের পরীক্ষার সূচি নয়, এবারের মাধ্যমিকে কেন বহু চেষ্টা করেও টুকলি আটকানো গেল না, সেই প্রশ্নেরও কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি পর্ষদ সভাপতি। তিনি জানান, যে সমস্ত ছাত্রছাত্রী টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, তাঁরা আগামী বছর ফের পরীক্ষায় বসতে পারবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =