কবে খুলবে স্কুল? সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর আদালতে

কবে খুলবে স্কুল? সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর আদালতে

 

কলকাতা:  করোনা পরিস্থিত কাটিয়ে এবার খুলে দেওয়া হোক রাজ্যের স্কুল-কলেজ। এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা৷  শুক্রবার সেই সবকটি মামলার একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। স্কুল খোলা নিয়ে কী চিন্তাভাবনা করছে রাজ্য সরকার? কবে নাগাদ খুলতে পারে স্কুল? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও এক সপ্তাহ সময় লাগবে। এজি’র সেই আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ। ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন- বন্ধ স্কুল, প্রশ্নের মুখে ৬১ কোটির বেশি পড়ুয়ার ভবিষ্যৎ! বলছে ইউনিসেফের রিপোর্ট

শুক্রবার সওয়াল-জবাব চলাকালীন রাজ্যের হয়ে এজি জানান, ‘‘রাজ্য সরকার স্কুল খোলার পক্ষে। কারণ, রাজ্য সরকার মনে করেন, অনলাইন ক্লাসের চেয়ে স্কুলে পঠনপাঠন অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এমন যেন না হয় স্কুল খোলার পর ফের সংক্রমণের কারণে তা বন্ধ করে দিতে হল৷  এখনও ছোটদের করোনা টিকাকরণ সম্পূর্ণ হয়নি। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিতাকরণ চলছে। কিন্তু এর চেয়ে কম বয়সিদের টিকাকরণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  নানা দিক বিবেচনা করেই স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় রাজ্য৷ 

যদিও মামলাকারী পক্ষের আইনজীবীদের  বক্তব্য, এভাবে সময় নষ্ট করা হচ্ছে। করোনা বিধি মেনে প্রায় সবটাই হচ্ছে৷ শুধু স্কুল-কলেজ বন্ধ রাখা হবে কেন? মনে করা হচ্ছে আজকের শুনানির পর আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ তিনি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন৷  মুখ্যমন্ত্রীর দিনক্ষণ জানালেই তা আদালতে পেশ করবেন অ্যাডভোকেট জেনারেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nineteen =