কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট?

কলকাতা: চলছে লোকসভা নির্বাচন৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল গোটা দেশ৷ প্রায় দেড় মাসজুড়ে চলছে ভোটের উৎসব৷ দফায় দফায় ভোটের উত্তাপও বাড়ছে৷ আর এই ভোটের গেরোয় কিছুটা হলেও বিলম্বিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ৷ এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও ক্ষিণ আশার আলো দেখিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷ কবে প্রকাশিত হতে পারে এবারে মাধ্যমিক পরীক্ষার

কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট?

কলকাতা: চলছে লোকসভা নির্বাচন৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল গোটা দেশ৷ প্রায় দেড় মাসজুড়ে চলছে ভোটের উৎসব৷ দফায় দফায় ভোটের উত্তাপও বাড়ছে৷ আর এই ভোটের গেরোয় কিছুটা হলেও বিলম্বিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ৷ এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও ক্ষিণ আশার আলো দেখিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷ কবে প্রকাশিত হতে পারে এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের বিজ্ঞপ্তি জারি করতে পারে পর্ষদ৷ জানা গিয়েছে, আগামী ১৯ মে ভোটগ্রহণ পর্ব শেষ হচ্ছে৷ ভোটপর্ব মেটার পর মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে৷ মনে করা হচ্ছে, মে মাসের শেষ ও জুনের শুরুতেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে৷

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট

চলতি বছর প্রশ্ন ফাঁসের বিপত্তির মধ্যে দিয়ে গত ১২ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা৷ এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭তম লোকসভা নির্বাচনের জেরে এখনই ফল প্রকাশ করা যাচ্ছে না৷ তবে, আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পর্ষদ মে মাসের শেষ ও জুনের মধ্যেই ফলাফল ঘোষণা করার চেষ্টা করছে৷

কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =