কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট

কলকাতা: চলছে লোকসভা নির্বাচন৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল গোটা দেশ৷ প্রায় দেড় মাসজুড়ে চলছে ভোটের উৎসব৷ দফায় দফায় ভোটের উত্তাপও বাড়ছে৷ আর এই ভোটের গেরোয় কিছুটা হলেও বিলম্বিত হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ৷ এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও ক্ষিণ আশার আলো দেখিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ কবে প্রকাশিত হতে পারে এবারে উচ্চ

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট

কলকাতা: চলছে লোকসভা নির্বাচন৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল গোটা দেশ৷ প্রায় দেড় মাসজুড়ে চলছে ভোটের উৎসব৷ দফায় দফায় ভোটের উত্তাপও বাড়ছে৷ আর এই ভোটের গেরোয় কিছুটা হলেও বিলম্বিত হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ৷ এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও ক্ষিণ আশার আলো দেখিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ কবে প্রকাশিত হতে পারে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটবে৷ ২৩ মে লোকসভা ভোটের গণনা৷ সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিকের সূত্রে জানা গিয়েছে, ১৫ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে৷

কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল? কীভাবে জানবেন রেজাল্ট?

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ১৩ মার্চ পর্যন্ত চলে পরীক্ষা৷ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন৷ এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের সংখ্যা ছিল বেশি৷ প্রায় ৬৫,০০০৷ এবার মোট ৮.০৫ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭তম লোকসভা নির্বাচনের জেরে এখনই ফল প্রকাশ করা যাচ্ছে না৷ তবে, আগামী শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে ভোটের ফলাফল ঘোষণার পর দ্রুত প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ কলেজে ভর্তির কথা মনে রেখে সংসদ দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে ফলাফলের দিনক্ষণ চূড়ান্ত কববে৷

কিভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল: সংসদের তিনটি অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, wbresults.nic.in এবং wb.allresults.nic.in. এ ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। প্রার্থীকে (WB12 Roll number) লিখে 58888 অথবা 5676750 নম্বরে পাঠাতে হবে৷ ২০১৮ সালের ৮ জুন প্রকাশিত হওয়া ফলাফলে মোট পরীক্ষার্থীর ৮৩.৭৫ শতাংশ সফল ভাবে উত্তীর্ণ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =