সময় মতো বেরবে তো উচ্চ মাধ্যমিকের ফল? বড় ঘোষণা সংসদের

সময় মতো বেরবে তো উচ্চ মাধ্যমিকের ফল? বড় ঘোষণা সংসদের

কলকাতা: ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ সার্বিকভাবে তা শেষ হল। মাঝে জয়েন্ট পরীক্ষা এবং নির্বাচনের জন্য দু’বার পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। সেই সময়ে কিঞ্চিৎ কিছু জটিলতা সৃষ্টি হয় পরীক্ষা নিয়ে। কিন্তু অবশেষে ঠিকঠাক ভাবেই শেষ হয়েছে পরীক্ষা। চলতি বছর প্রথমবার হোম সেন্টার বসে অর্থাৎ নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষের পর এবার ফল প্রকাশ নিয়ে চিন্তা। কিছুটা দেরিতে পরীক্ষা হয়েছে এবার, তাই ফল প্রকাশ ঠিকঠাক সময়ে হবে তো? এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে সংসদ।

আরও পড়ুন- ১২ দিনের লড়াই শেষ, মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতা

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই অনেক কাজ বাকি। কিন্তু চেষ্টা করা হচ্ছে ৬০ দিনের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়ার। এই বারের উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার সব রকম প্রচেষ্টা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি করোনা বিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করেছে স্কুলগুলিও। বিগত বছরের মতো এ বছরেও বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি, এই চারটি ভাষায় প্রশ্নপত্র হয়েছিল উচ্চ মাধ্যমিকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির এগারটি বিষয়ে অলচিকি ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে। দুই শ্রেণি মিলিয়ে মোট ২২ টি বিষয়ের প্রশ্নপত্র হয়েছে অলচিকি ভাষায়।  

এছাড়াও জানান হয়েছে, ইন্টারনেট বন্ধ না রাখা হলেও টোকাটুকি নিয়ে কোনও অভিযোগ এ বছর আসেনি। এমনকি প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ আসেনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। আসলে হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য একাধিক নির্দেশ আগে থেকেই দিয়েছিল সংসদ। যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে সেই দিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোনও শিক্ষক বা শিক্ষিকাকে পরীক্ষার নজরদারির কাজে রাখা যাবে না এমন নির্দেশ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =