নয়াদিল্লি: অবশেষে কাটল অনিশ্চয়তার মেঘ৷ মঙ্গলবার জয়েন্ট এনট্রান্স মেন (জেইই) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক৷ আগামী ১৮ জুলাই থেকে ২৩ জুলাই হবে জেইই মেন পরীক্ষা৷ অন্যদিকে, আগামী ২৬ জুলাই হবে মেডিকেল এনট্রান্স টেস্ট৷ তবে জেইই অ্যাডভান্স পরীক্ষার দিন এখনও পর্যন্ত স্থির করা হয়নি৷ সম্ভবত আগাস্ট মাসে হবে জেইই অ্যাডভান্স৷
করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে স্থগিত হয়ে গিয়েছিল জেইই মেন এবং নিট পরীক্ষা৷ যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছিলেন অভিভাবকরা৷ সেই চিন্তা দূর করেই এদিন পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করল কেন্দ্র৷ সেইসঙ্গে কমানো হল জেইই মেন এবং নিট ২০২১ পরীক্ষার সিলেবাস৷
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পড়ুয়ারা চাইলে এই দুই পরীক্ষার জন্য নিজেদের কেন্দ্র বদলের আবেদন করতে পারে। পরীক্ষার্থীরা আবেদন করলে তাদের কেন্দ্র বদলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে গোটা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় পড়ুয়ারা। অন্যদিকে নিট পরীক্ষা নেওয়া হয় মেডিক্যাল কলেজে ভর্তির জন্য।
ছাত্রছাত্রীদের ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখারিয়াল৷ তিনি বলেন, প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়াদের সঙ্গে রয়েছে ডিজিটাল ক্লাসরুম৷ স্বয়ম, দিক্ষার মতো অনুষ্ঠান তাঁদের পড়াশোনায় সাহায্য করবে৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, স্বয়ম প্রভা টিভি চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়৷ এবার থেকে স্কুল ও কলেজের সিলেবাসও স্বয়ম পোর্টালের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি৷
Decision will be taken soon on the pending Central Board of Secondary Education (CBSE) Class 10th & 12th board exams: Ramesh Pokhriyal, Union Human Resource Development Minister https://t.co/PoTb5vdaAL
— ANI (@ANI) May 5, 2020