মাধ্যমিকে প্রশ্ন-ফাঁস রুখতে কী কী নিষেধাজ্ঞা চাপাল পর্ষদ?

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮,০০০ কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি। তিনি জানান, এবার প্রশ্নপত্র নিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি করছে পর্ষদ৷ প্রতিটি প্যাকেটে ১০টি করে প্রশ্নপত্র থাকবে৷ পড়ুয়া ছাড়া অন্য কারও হাতে প্রশ্নপত্র যাবেনা। অতিরিক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে সিল করে লকারে রেখে দিতে হবে৷ পাশাপাশি তিনি এও জানান,

মাধ্যমিকে প্রশ্ন-ফাঁস রুখতে কী কী নিষেধাজ্ঞা চাপাল পর্ষদ?

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮,০০০ কমেছে বলে জানালেন পর্ষদ সভাপতি। তিনি জানান, এবার প্রশ্নপত্র নিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি করছে পর্ষদ৷ প্রতিটি প্যাকেটে ১০টি করে প্রশ্নপত্র থাকবে৷ পড়ুয়া ছাড়া অন্য কারও হাতে প্রশ্নপত্র যাবেনা। অতিরিক্ত প্রশ্নপত্র সংগ্রহ করে সিল করে লকারে রেখে দিতে হবে৷ পাশাপাশি তিনি এও জানান, এবারের পরীক্ষায় প্রতিটি ঘরে ১০-এর গুণিতকে পড়ুয়াকে বসতে দেওয়া হবে। পরীক্ষা চলাকালিন কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীরা যাতে মোবাইল ব্যবহার না করেন, তারও আর্জি জানিয়েছে পর্ষদ৷

পর্ষদ সূত্রে খবর, এ বছর মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৩ হাজার ৩১১। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বার ছাত্রের তুলনায় ১৩.৩ শতাংশ বেড়েছে। পর্ষদ সভাপতি জানান, পরীক্ষকের সংখ্যা এ বছর ৫০০ জন বাড়ানো হয়েছে।  সকাল সাড়ে ১০টা নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। সকাল ১১.৩৫-এ প্রত্যেক ঘরে পৌঁছবে সিল করা প্রশ্নপত্র। ১১.৪৫-এ প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের দেওয়া হবে। ১১.৫৫-এ খাতা পাবে ছাত্রছাত্রীরা। ১২টায় শুরু হবে পরীক্ষা। প্রতি ঘরে ১০-এর গুণিতকে পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হয়েছে৷ সেই মতোই প্রশ্নপত্র প্রতি ঘরে পাঠানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 12 =