BREAKING: ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

BREAKING: ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল, ঘোষণা শিক্ষামন্ত্রীর

 

কলকাতা: বদলে যেতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি৷ সেই আশঙ্কার কথা তুলে ধরে আগেই প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার সেই আশঙ্কা সত্যি করে ফের উচ্চমাধ্যমিকের সূচি বদল ঘটেছে৷

গত ২০ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভব্য সূচি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ২৯ জুন পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও তা বদল ঘটানো হয়েছে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার ২৯ জুনের পরিবর্তে ২, ৬, ৮ জুলাই নেওয়া হবে বলে নতুন সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷ কোন দিন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, বিস্তারিত জানাবে সংসদ৷ আজ নতুন ভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি বদলে নতুন সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷

আজ শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ‘‘আমরা উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষার ব্যবস্থা করছি৷ ২, ৬, ৮ জুলাই পরীক্ষা হবে৷ ২৯ জুন কোনও পরীক্ষা হবে না৷ দু’তারিখ প্রথম পরীক্ষা৷ ৬ তারিখ দ্বিতীয় পরীক্ষা, ৮ জুলাই তৃতীয় পরীক্ষা হবে৷ এই সূচিতে সমস্ত নিয়ম বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে৷ দূরত্ব বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে৷ স্যানিটেশনের বিষয়টি প্রাধান্য পাবে৷ মমাস্ক প্রাধান্য পাবে৷ এই বিষয়ে কোনরকম শিথিলতা দেখানো যাবে না৷’’

কিন্তু, হঠাৎ কেন এই পদক্ষেপ? শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পর্ষদ বৈঠক করে সরকারকে অনুরোধ করেছে, ৩০ জুন পর্যন্ত আগের মতো কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখা হোক৷ ইতিমধ্যেই ৩০ জুন স্কুল বন্ধ রাখার ঘোষণা হয়েছে৷ শনিবার ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আর তাতেই নতুন করে ধোঁয়াশা তৈরি হয় উচ্চমাধ্যমিকে পরবর্তী পরীক্ষার দিনক্ষণ নিয়ে৷

করোনার জেরে এবছর উচ্চমাধ্যমিকে ৩ দিনের পরীক্ষা বাকি রয়েছে৷ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিতে সরকারের তরফে ২৯ জুন, ২ ও ৬ জুলাই সম্ভব্য পরীক্ষা সূচি ঘোষণা করে হয়৷ কিন্তু, কনটেনমেন্ট জোনে লকডাউনের কারণে সেই সূচি আজ মঙ্গলবার বদল করা হয়েছে৷ পরীক্ষার নয়া সূচি ঘোষণা করা হলেও উচ্চমাধ্যমিকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও সেনিটাইজারের ব্যবহার৷ ১টি বেঞ্চে ১ জন পরীক্ষার্থীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আর এই প্রক্ষাপটে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির কাছের কেন্দ্র পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =