কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় স্কুল, মাদ্রাসা, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ রয়েছে রাজ্যের মাদ্রাসাগুলি। এর ফলে নতুন ম্যানেজিং কমিটি গড়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।
কোভিড ১৯ সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। ভারতেও ক্রমে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। স্বাভাবিকভাবেই রাজ্যগুলির তরফেও স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বুধবারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৬ মার্চ থেকে ১০ জুন তারিখ পর্যন্ত সরকারি নির্দেশ মতো বন্ধ থাকবে মাদ্রাসাগুলি। পাশাপাশি লকডাউন মেনে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার কথাও বলেছে পর্ষদ।
এই পরিস্থিতিতে পর্ষদ অনুমোদিত রাজ্যের বেসরকারি জুনিয়র হাই স্কুল এবং হাই ও সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিতে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। পর্ষদের তরফে আরও জানানো হয়েছে যে, ম্যানেজিং কমিটির ক্ষেত্রে মেয়াদ থাকে ১৫ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠানে অভিভাবকদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত অথবা অফিস আধিকারিকদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত।
অন্যদিকে যে সমস্ত প্রতিষ্ঠানে ১৫ মার্চের মধ্যে অভিভাবকদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেখানে ম্যানেজিং কমিটির মেয়াদ থাকবে ১৬ আগস্ট পর্যন্ত। এছাড়াও যেসব মাদ্রাসা দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ অভিভাবকদের ভোট যেখানে হয়নি, সেখানে ম্যানেজিং কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।