Aajbikel

মাধ্যমিকে প্রথম দেবদত্তা, যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম এবং মালদহের রিফাত

 | 
পড়ুয়া

কলকাতা:  মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। উল্লেখ্যযোগ্য ভাবে মেধাতালিকার প্রথম দশে নেই কলকাতা৷ 

 

এবারে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন মোট ছ’জন।  যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল। এছাড়াও জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে  কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। 

চলতি বছর মাধ্যমিক দিয়েছিল ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৬ শতাংশ। ফেল করেছে ১ লক্ষেরও বেশি৷ ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রযুক্তিগত কারণে দু’জনের রেজাল্ট আটকে রয়েছে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’’

Around The Web

Trending News

You May like