Aajbikel

প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল, পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন, ফেল ১ লক্ষের বেশি পরীক্ষার্থী

 | 
পড়ুয়া

 কলকাতা:  শুক্রবার সকাল ১০টায় শুরু মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক৷ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল৷ ফল ঘোষণা করছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ মাধ্যমিকের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।এই লিঙ্কে ক্লিক করে সেখানে রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই ফল দেখা যাবে।  দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে৷ ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।

এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন৷ অর্থাৎ, এ বছরের মাধ্য়মিকে ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। এ বছর পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি। এ বছরের মাধ্যমিকে কিউআর কোড থাকছে বলে জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

২০২৩ সালে মাধ্যমি পরীক্ষায় পাশের হার ৮৬ শতাংশ। প্রথম দশে রয়েছেন ১১৮ জন পরীক্ষার্থী। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর৷ 

Around The Web

Trending News

You May like