টানা ৮৭ দিন ক্লাস বন্ধ, প্রশ্নের মুখে বহু পড়ুয়াদের ভবিষ্যৎ

টানা ৮৭ দিন ক্লাস বন্ধ, প্রশ্নের মুখে বহু পড়ুয়াদের ভবিষ্যৎ

কলকাতা: ছাত্র বিক্ষোভের জেরে টানা ৮৭ দিন ধরে বন্ধ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য ফ্যাকাল্টির ক্লাস৷ আর তার জেরে প্রশ্নের মুখে প্রায় ৫০০ জন পড়ুয়ার ভবিষ্যৎ৷

জানা গিয়েছে, গত ৮৭ দিন ধরে একাধিক দাবি-দাওয়া নিয়ে ক্লাস বন্ধ রেখে  বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা৷ কিন্তু, দাবি পূরণ তো দূরের কথা, পবর্তী সেমেস্টারে বসা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা৷ কেননা, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ৬ মাসের সেমেস্টারে বসার জন্য অন্তত ১২০ দিন ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক৷ বিক্ষোভের জেরে তিন মাস বন্ধ ক্লাস৷ ফলে, পরবর্তী সেমেস্টারের জন্য সময় রয়েছে মাত্র ৯০ দিন৷

কিন্তু, বাকি ৯০ দিন ক্লাস করার সুযোগ পাওয়া গেলেও পরবর্তী সেমেস্টারে বসা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চিয়তা৷ পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিলেও পড়ুয়াদের দাবি পূরণে এখনও পর্যন্ত কোনও সহানুভূতি দেখা হচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ আর তাতেই বেড়েছে আশঙ্কা৷ কবে সমস্যা মিটবে, কোনও আশার আলো দেখতে পাচ্ছে না পড়ুয়ারাও৷ প্রশ্ন উঠছে, যেসব পড়ুয়া বিক্ষোভ, আন্দোলনে নেই তাঁরা কেন এর জন্যে ভুক্তভোগী হবেন? কেন পড়ুয়াদের দাবি-দাওয়া নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =