ফেসবুক-ইউটিউবে সক্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ! মিশ্র প্রতিক্রিয়া শিক্ষা মহলে

কলকাতা: এবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে এল তারা৷ যেখানে কাউন্সিলের সমস্ত কাজ, নির্দেশিকা, তথ্য প্রচার করা…

কলকাতা: এবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে এল তারা৷ যেখানে কাউন্সিলের সমস্ত কাজ, নির্দেশিকা, তথ্য প্রচার করা হবে। গত ৩১ জুলাই থেকেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ এ প্রসঙ্গে শিক্ষা সংসদের সভাপতির বক্তব্য, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে শিক্ষা সংক্রান্ত যে কোনও বিষয়ে ২৪ ঘণ্টা তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। সংশ্লিষ্ট চ্যানেল এবং পেজে নিয়মিত ভাবে পড়াশোনা এবং শিক্ষকতা সম্পর্কিত তথ্য আপলোড করা হবে বলেও জানান তিনি। একাদশ ও দ্বাদশে ভর্তি, রেজিস্ট্রেশন, ফর্মপূরণ-সহ যে কোনও বিষয়ে তথ্য সেখানে মিলবে৷ সংসদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক- https://www.facebook.com/profile.php?id=61563482524077 আর ইউটিউবের লিঙ্ক- http://www.youtube.com/@wbchse1975

 

তবে সংসদের সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নিয়ে দ্বিমত তৈরি হয়েছে৷ অনেকে সাধুবাদ জানালেও, অনেকেই আবার আপত্তি তুলেছেন৷ তাঁদের বক্তব্য, স্কুল চলাকালীন ছাত্রদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা সংসদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার কারণে পড়ুয়ারা নোটিস দেখার নামে ফোন ব্যবহারের অজুহাত পেয়ে যাবে৷