Aajbikel

উচ্চমাধ্যমিকে এবার ডিজিটাল পোর্টালে নম্বর! মিলবে ৩০ বছরের পুরনো সার্টিফিকেটও

 | 
পড়ুয়া

কলকাতা: মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে৷ প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সে জন্য উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। এর পাশাপাশি পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে আর খাতায় কলমে নয়, ডিজিটাল পোর্টালে সরাসরি নম্বর দেওয়ার হবে৷ এমনই ব্যবস্থা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন পরীক্ষক খাতা দেখে, ট্যাবুলেশন শিটে নম্বর দিয়ে তা সংসদে পাঠাতেন। এবার থেকে খাতা দেখার পর পরীক্ষক যে নম্বর দেবেন তা সরাসরি চলে যাবে ডিজিটাল পোর্টালে। সেক্ষেত্রে পোর্টালেই সরাসরি পরীক্ষার্থীর রোল নম্বরের সঙ্গে প্রাপ্ত নম্বর আপডেট করে দিতে পারবেন পরীক্ষাক। পাশাপাশি, এই ডিজিটাল সিস্টেম চালু হলে অনলাইনেই ৩০ বছরের পুরনো উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট পাওয়া যাবে। অর্থাৎ ১৯৭৮ সালের পর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সব সার্টিফিকেট অনলাইনেই পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

Around The Web

Trending News

You May like