উচ্চ মাধ্যমিকে নম্বরের বন্যা! ৫০% পড়ুয়া পেলেন ৬০% নম্বর, পাসের হারে সর্বকালীন রেকর্ড!

উচ্চ মাধ্যমিকে নম্বরের বন্যা! ৫০% পড়ুয়া পেলেন ৬০% নম্বর, পাসের হারে সর্বকালীন রেকর্ড!

কলকাতা: করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল ১৪টি পরীক্ষা৷ শেষ ৩টি বিষয়ে পরীক্ষা বাতিল হলেও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে সামগ্রিক উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ আজ বিকেলে সাংবাদিক বৈঠকে প্রথমে মুখ্যমন্ত্রী ও পরে শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ফলাফল ঘোষণা করেন সংসদ সভাপতি৷

এদিন সংসার সভাপতি মহুয়া দাস জানান, করোনা আবহে ১৪টি বিষয়ে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তারপর ছিল দীর্ঘ প্রক্রিয়া৷ উত্তরপত্র মূল্যায়ন ও তার সংগ্রহ করা ছিল বড় চ্যালেঞ্জ৷ সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ ফল প্রকাশ করা হচ্ছে৷ এই কাজে রেল ও পুলিশকে শুভেচ্ছা জানান৷ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এবার উচ্চমাধ্যমিকে ছাত্রীদের সাফল্যের হার বেশি বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে উত্তরপত্র রিভিউ করার ফি বেশ খানিকটা কমানো হয়েছে৷ এখন উত্তরপত্র রিভিউ করতে পড়ুয়াদের ৭৫ টাকা গুনতে হবে স্কুটিনি করতে গেলে দিতে হবে ৫০ টাকা৷

আজ সভাপতি জানান, উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.১৩ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০-র মধ্যে ৪৯৯৷ ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ৷ ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশের বেশি৷ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন৷ পাশ করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন পরীক্ষার্থী৷ ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি পড়ুয়া৷ ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬ জন৷ এই প্রথম ফার্স্ট ডিভিশনের নম্বর বা ৬০ শতাংশের বেশি পেয়েছেন ৫০ শতাংশ পড়ুয়া৷ ৯০ শতাংশের বেশি পাসের হার মাধ্যমিক তো দূরের কথা, উচ্চমাধ্যমিকে নজিরবিহীন৷ কেন্দ্রীয় বোর্ডেও তা দুর্লভ৷ সরকারি ভাবে মেধাতালিকা প্রকাশ না হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর হিসাব বলছে, করোনা আবহে নম্বর বিন্যাসে কতটা উদারতা দেখিয়েছে সংসদ৷ 

আগামী ৩১ জুলাই পর তা ধাপে ধাপে অভিভাবক কিংবা পড়ুয়া নিজে এসে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে বলেও জানিয়েছেন সভাপতি৷ এবার পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ৬১ হাজার ৫৮২ জন৷ পাসের হার ৯০.১৩ শতাংশ৷ গত বছরের তুলনায় এবার পাসের হার সব থেকে বেশি৷ ছাত্রীদের পাসের হার ৯০ শতাংশ৷ ছাত্রদের পাসের হার ৯০.৪৪ শতাংশ৷এদিন সভাপতি জানান, এবার কলকাতা, পূর্ব মেদিনীপুর ভালো রেজাল্ট করেছে৷ ভালো ফলাফল করেছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, নদীয়া, মুর্শিদাবাদ, কালিংপং, উত্তর ২৪ পরগনা৷ ফল, প্রকাশ করা হলেও ২০২১ সালের পরবর্তী উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি এবারও জানাতে পারেনি সংসদ৷

করোনা আবহে আজ অনলাইনে ফল প্রকাশ করা হলেও মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না৷ ৩১ জুলাই পর তা ধাপে ধাপে অভিভাবকদের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট পড়ুয়াদের কাছে পাঠানো হবে৷ যেহেতু এবার সব বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, মাঝপথে তিন দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে, ফলে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আজ ফল প্রকাশ করা হলেও প্রকাশিত হবে না কোনও মেধাতালিকা৷

কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল দেখা যাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in কিংবা wbresults.nic.in ওয়েবসাইটে WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করলে ফল দেখা যাবে৷ তবে, ফল দেখতে গেলে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন ও জন্ম তারিখ দিলে স্ক্রিনে আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট৷ সেই ফলাফল ডাউনলোড করা যেতে পারে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 3 =

উচ্চ মাধ্যমিকে পাসের হারে সর্বকালীন রেকর্ড! ফের জেলার জয় WBCHSE HS Result 2020

উচ্চ মাধ্যমিকে পাসের হারে সর্বকালীন রেকর্ড! ফের জেলার জয় WBCHSE HS Result 2020

কলকাতা: করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল ১৪টি পরীক্ষা৷ শেষ ৩টি বিষয়ে পরীক্ষা বাতিল হলেও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে সামগ্রিক উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ আজ বিকেলে সাংবাদিক বৈঠকে প্রথমে মুখ্যমন্ত্রী ও পরে শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ফলাফল ঘোষণা করেন সংসদ সভাপতি৷

এদিন সংসার সভাপতি মহুয়া দাস জানান, করোনা আবহে ১৪টি বিষয়ে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তারপর ছিল দীর্ঘ প্রক্রিয়া৷ উত্তরপত্র মূল্যায়ন ও তার সংগ্রহ করা ছিল বড় চ্যালেঞ্জ৷ সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ ফল প্রকাশ করা হচ্ছে৷ এই কাজে রেল ও পুলিশকে শুভেচ্ছা জানান৷ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এবার উচ্চমাধ্যমিকে ছাত্রীদের সাফল্যের হার বেশি বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে উত্তরপত্র রিভিউ করার ফি বেশ খানিকটা কমানো হয়েছে৷ এখন উত্তরপত্র রিভিউ করতে পড়ুয়াদের ৭৫ টাকা গুনতে হবে স্কুটিনি করতে গেলে দিতে হবে ৫০ টাকা৷

আগামী ৩১ জুলাই পর তা ধাপে ধাপে অভিভাবক কিংবা পড়ুয়া নিজে এসে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে বলেও জানিয়েছেন সভাপতি৷ এবার পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ৬১ হাজার ৫৮২ জন৷ পাসের হার ৯০.১৩ শতাংশ৷ গত বছরের তুলনায় এবার পাসের হার সব থেকে বেশি৷ ছাত্রীদের পাসের হার ৯০ শতাংশ৷ ছাত্রদের পাসের হার ৯০.৪৪ শতাংশ৷এদিন সভাপতি জানান, এবার কলকাতা, পূর্ব মেদিনীপুর ভালো রেজাল্ট করেছে৷ ভালো ফলাফল করেছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, নদীয়া, মুর্শিদাবাদ, কালিংপং, উত্তর ২৪ পরগনা৷ ফল, প্রকাশ করা হলেও ২০২১ সালের পরবর্তী উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি এবারও জানাতে পারেনি সংসদ৷

করোনা আবহে আজ অনলাইনে ফল প্রকাশ করা হলেও মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে না৷ ৩১ জুলাই পর তা ধাপে ধাপে অভিভাবকদের মাধ্যমে মার্কশিট ও সার্টিফিকেট পড়ুয়াদের কাছে পাঠানো হবে৷ যেহেতু এবার সব বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, মাঝপথে তিন দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে, ফলে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আজ ফল প্রকাশ করা হলেও প্রকাশিত হবে না কোনও মেধাতালিকা৷

কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফল দেখা যাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in কিংবা wbresults.nic.in ওয়েবসাইটে WBCHSE Result 2020 লিঙ্কে ক্লিক করলে ফল দেখা যাবে৷ তবে, ফল দেখতে গেলে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন ও জন্ম তারিখ দিলে স্ক্রিনে আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট৷ সেই ফলাফল ডাউনলোড করা যেতে পারে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =