কলকাতা: ইঙ্গিতটা আগেই মিলেছিল৷ গুরুত্ব দিয়ে সেই খবর প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ আজ সেই সমস্ত ইঙ্গিত মিলিয়ে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পরীক্ষা বাতিলের ঘোষণা পর এবার সরকারি ভাবে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷
আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে মূল্যায়ন বিধি চূড়ান্ত করেছে শিক্ষা সংসদ৷ বাতিল লিখিত পরীক্ষায় আগের পরীক্ষার সর্বোচ্চ নম্বর গ্রাহ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ প্রয়োজনে শতকরা হারে নম্বর দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে৷ পরীক্ষায় বসলে সেই নম্বরে চূড়ান্ত বলে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংসদ৷
বিজ্ঞপ্তিতে সাফ উল্লেখ করা হয়েছে, ‘‘উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ২, ৬, ৮ জুলাই বাতিল করা হল৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি এক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যেই সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে, তার সর্বোচ্চ নম্বর বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে৷ প্রয়োজনে শতকরা হারে নম্বর পরিগণিত হবে৷ এই প্রক্রিয়াটি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে৷ আগামী জুলাই মাসের মধ্যে ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে৷’’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে, সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনও পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে৷ ওই পরীক্ষায় যে নম্বর সে পাবে, সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়৷’’
ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য সংসদের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে৷ সেই অনুযায়ী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে৷’’ আজ সন্ধ্যায় এই মর্মে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷