কলকাতা: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পরীক্ষার ১৩৯ দিনের মাথায় ফল ঘোষণা হল। মাধ্যমিকে পাশের হারে সব থেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপরেই পশ্চিম মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের অরিত্র পাল প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। দুই জন দ্বিতীয় স্থানে রয়েছে দু'জন। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়াই এবং কাটোয়া কাশীরাম দাস স্কুলের অভীক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। তৃতীয় স্থানে রয়েছে তিন জন। তাদের প্রাপ্ত নম্বর ৩৯০। মেয়েদের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুরের ছাত্রী। মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় হয়েছে অভীক দাস৷ প্রাপ্ত মোট নম্বর ৬৯৩৷ কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের পড়ুয়া অভীক৷ বাড়ি কাটোয়ায়৷ তিনি জানান, এরকম রেজাল্ট হবে ভাবিনি৷ খুব ভালো লাগছে। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই৷ ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র তৃতীয় স্থান অধিকার করেছেন৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০৷ তিনি ভবিষ্যতে তিনি ডাক্তার হতে চান৷
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৪৯ টি ক্যাম্প অফিসের মাধ্যমে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। আগামী ২২ জুলাই সকাল ১০ টা থেকে বিতরণ করা হবে। সব ক্যাম্প অফিস এবং স্কুল স্যানিটাইজেশনের জন্য এক সপ্তাহ সময় নেওয়া হচ্ছে। সুরক্ষা বিধি নেওয়ার আর্জি জানান পর্ষদের সভাপতি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০,০৩,৬৬৬ জন। ছাত্র সংখ্যা ৪,৩৭,৯৯৮ জন। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি ১২.৭২ শতাংশ। ১,২৭,৬৭০ জন বেশি ছাত্রী মাধ্যনিক পরীক্ষা দিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩৪ শতাংশ। গত বছরের তুলনায় মাধ্যমিকে পাশের হার বেড়েছেষ গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.০৪ শতাংশ। তবে গত বছরও পাশের হারে সব থেকে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর।